ইউটিউব বন্ধ হতে চলেছে যেসব ফোনে 

প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৬:২৯ , অনলাইন ভার্সন
জনপ্রিয় সামাজিক প্ল্যাটফরম ইউটিউব বর্তমানে কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, এর মাধ্যমে জানা যায় নানা অজানা তথ্য। ইউটিউব থেকে বিভিন্ন প্রশিক্ষণও নেওয়া যায়, শেখা যায় নানা কিছু। তবে জনপ্রিয় এই প্ল্যাটফরমটির অ্যাপ কিছু নির্দিষ্ট ফোনে আর ব্যবহার করা যাবে না। খুব শিগগিরই এসব ফোনে বন্ধ হতে চলেছে ইউটিউব অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে এ পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব।

ইউটিউব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শুধু iOS 16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে। এর ফলে, যেসব আইফোনে iOS 16 ভার্সনটি সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না।

জানা গেছে, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone SE (প্রথম জেনারেশন), iPod touch 7th Generation মডেলগুলোতে সাপোর্ট করবে না ইউটিউব অ্যাপ।

তবে এসব ফোনে সরাসরি অ্যাপ ব্যবহার করা না গেলেও দেখা যাবে ইউটিউব। সেজন্য প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে ব্যবহার করতে হবে ইউটিউব।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078