১১ জুন থেকে ফের ওমরাহ হজ শুরু

প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:৩৭ , অনলাইন ভার্সন
হজের জন্য এত দিন ধরে বন্ধ রয়েছে ওমরাহ হজ। কেবল হজযাত্রী ও তাদেরকে সেবা দেওয়া ও হজ সম্পন্ন করার কাজের সহযোগিতার সাথে সম্পৃক্তরা ছাড়া এখন মক্কা শরিফ এলাকায় প্রবেশ করতে পারছেন না। হজ মৌসুম শুরু হওয়ার আগে ও পরে কয়েক দিন ওমরাহ হজ বন্ধ থাকে। এর পর থেকে আবার ওমরাহ হজ পালনের প্রস্তুতি শুরু হয়। আগামী ১১ জুন থেকে আবার চালু হচ্ছে ওমরাহ হজ। ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি তাদের বিভিন্ন গ্রুপ পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি ওমরাহ ক্যালেন্ডার অনুসারে, আন্তর্জাতিক যাত্রীদের জন্য পরবর্তী ওমরাহ মৌসুম শুরু হবে ১১ জুন ২০২৫ (১৫ জিলহিজ ১৪৪৬) থেকে। নতুন মৌসুমের জন্য ভিসা প্রদান শুরু হবে এক দিন আগেÑ১০ জুন ২০২৫ তারিখে। ওমরাহ মৌসুম শেষ হবে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে।
ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি তাদের ২০২৫ ও ২০২৬ সালের ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে। এ ছাড়া বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরাও ওমরাহ প্যাকেজের আয়োজন করেন। তারাও সেই প্যাকেজ ঘোষণা করেছেন। ব্যক্তিগত উদ্যোগেও যারা ওমরাহ হজ করতে যেতে চান, তারাও পরিকল্পনা করছেন।
বাংলা ট্রাভেলস, ডিজিটাল ট্রাভেলস, স্কাইল্যান্ড ট্রাভেলস, রহমানিয়া ট্রাভেলস, জমজম ট্রাভেলসসহ বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে। ওমরাহ হজের প্যাকেজগুলো সাধারণত ১৫৫০ ডলার থেকে শুরু করে ৩৫০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। পাঁচতারকা প্যাকেজগুলোর দাম একটু বেশি।
বাংলা ট্রাভেলসের ওমরাহ প্যাকেজের মূল্য ১৫৫০ ডলার। এটি স্পেশাল ওমরাহ প্যাকেজ। এই ওমরাহ প্যাকেজের মধ্যে রয়েছে হোটেল ও ট্রান্সপোর্ট, ওমরা ভিসা ও মোয়াল্লেম। বাংলা ট্রাভেলসের সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ বি হোসেন (বেলাল) জানান, আমরা প্রতিবছর হজ মৌসুমের আগে ও পরে ওমরাহ হজের ব্যবস্থা করে থাকি। অত্যন্ত কম খরচেই আমরা এই প্যাকেজ ঘোষণা করি। এই প্যাকেজের মূল্য ১৫৫০ ডলার থেকে শুরু হয়। ১৭৫০ ডলারেও প্যাকেজ আছে। বিভিন্ন ধরনের ও মানের প্যাকেজ রয়েছে। পাঁচতারকা হোটেল নিলে প্যাকেজের খরচ আরও বেশি পড়ে। তিনি আরও বলেন, আমরা প্রতিবছর বিপুলসংখ্যক যাত্রীর জন্য ওমরাহ হজের ব্যবস্থা করে থাকি। কেউ দেশে যাওয়া-আসার পথেও চাইলে ওমরাহ হজ করতে পারেন। কেউ চাইলে এখান থেকেই ওমরাহ হজ করে আবার ফিরে আসতে পারেন। ওমরাহ হজ করার জন্য সার্ভিস প্রোভাইড করার পাশাপাশি আমাদের নিজস্ব লোকবল রয়েছে ও গাইড রয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা সার্ভিস দিয়ে থাকেন। তারা অভিজ্ঞ ও শিক্ষিত বলে সার্ভিসের মান উন্নত। আমরা সুনামের সাথে এই সেবাটি মানুষকে দিচ্ছি। তিনি বলেন, অত্যন্ত সুনামের সাথে আমরা আমাদের গ্রাহকদের সেবা দিচ্ছি। আমরা সব সময় আমাদের প্যাকেজগুলো এমনভাবে ঘোষণা করি। সেখানে সব কিছু  উল্লেখ থাকে। এই কারণে যারা প্যাকেজ নিবেন তারা দেখে শুনে নিবেন। অনেক সময় মানুষ কম মূল্যের প্যাকেজ কিনেন। কিন্তু কেউ যখন পাঁচ তারকা মানের  প্যাকেজে যে যে সুবিধা চান। পাঁচ তারকা হোটেলের প্যাকেজে যারা যান তারা যে রকম সেবা পান তা স্বল্পমূল্যের প্যাকেজের সমান হবে না। আর কখনো যদি কোন ফ্লাইট ডিলে হয় যাত্রী মনে করেন এটি ট্রাভেল এজেন্সীর কারণে হয়েছে। আসলে এটি এমন হয় জেএফকে থেকে একটি ফ্লাইট যাবে এই ফ্লাইটের সব যাত্রীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স হতে হবে। সেটি সম্পন্ন হওয়ার পরই ফ্লাইট যাবে।  
আন নূর কালচারাল সেন্টারের উদ্যোগে ওমরাহ ও হজ সার্ভিস দেওয়া হয়। ১২ জুলাই থেকে ২০ জুলাই থ্রি স্টারের প্যাকেজ ২৩৭৫ ডলার, পাঁচ তারকা প্যাকেজের দাম ২৬২৫ ডলার। ১৭ আগস্ট থেকে ২৫ আগস্টের প্যাকেজ তিন তারকা হলে ২৪৫০ ডলার, পাঁচ তারকা হলে ২৬২৫ ডলার। ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন তারকা প্যাকেজ ২৩৭৫ ডলার ও পাঁচ তারকা প্যাকেজ ২৫৭৫ ডলার। ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন তারকা প্যাকেজ ২৫০০ ডলার আর পাঁচ তারকা প্যাকেজ ২৭৫০ ডলার। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত তিন তারকা প্যাকেজ ২৬৭৫ ডলার ও পাঁচ তারকা প্যাকেজ ৩১৭৫ ডলার। স্টুডেন্টদের জন্য ৫০ ডলার পর্যন্ত ছাড় রয়েছে। কেউ বুলেট ট্রেনে যেতে চাইলে এ জন্য অতিরিক্ত খরচ হবে ৪০ ডলার জনপ্রতি। এসব প্যাকেজের মধ্যে রয়েছে পাঁচ তারকা হোটেল ইন মক্কা-ক্লক টাওয়ার কমপ্লেক্স, মদিনা হোটেল আল আকিক অথবা এই সমমানের, ভিসা ও টিকিট, ট্রান্সপোর্ট, ব্রেকফাস্ট, জিয়ারত ও ওমরাহ, ব্যাকপ্যাক, ইহরাম, হিজাব ও অভিজ্ঞ গাইড। আর তিন তারকার প্যাকেজে রয়েছে থ্রি স্টার হোটেল ইন মক্কাÑ৭-৮ মিনিট হাঁটার দূরত্ব হেরাম থেকে। মদিনায় হোটেল আবরাজ তাবাহ হেরাম থেকে ২-৩ মিনিট হাঁটা, প্রি ওমরাহ সেমিনার। এ ছাড়া ২৪ ঘণ্টাই সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কেউ বিশেষ ওমরাহ প্যাকেজ নিতে চাইলে সেই ব্যবস্থাও রয়েছে।
আগামী বছর রোজার মধ্যেও ওমরাহ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ৪ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত ১৫ দিনের প্যাকেজ। এটির দাম ৩৬৯৫ ডলার। এর মধ্যে একটি জুমা মদিনাতে আর দুটি জুমা মক্কায় আদায় করা যাবে। এ ছাড়া আগামী বছরের জানুয়ারিতে রয়েছে পাঁচ তারকা হোটেল সুবিধাসহ ১৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি ওমরাহ প্যাকেজ দাম ২৫৭৫ ডলার, ফেব্রুয়ারি ওমরাহ প্যাকেজ ১৪ থেকে ২২ ফেব্রুয়ারি। এই প্যাকেজের দাম ২৭৭৫ ডলার। এপ্রিলের ওমরাহ প্যাকেজ ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত। এটির দাম রয়েছে ২৫৭৫ ডলার। এগুলো সবই কোয়াড রুম সুবিধা।
ওমরাহ হজের প্যাকেজের বিষয়ে জমজম ট্রাভেলসের কর্ণধার তৌহিদুর মাহবুব মুন্না বলেন, আমরা ওমরাহ প্যাকেজের জন্য সার্ভিস প্রোভাইড করে থাকি। হজ প্যাকেজও করি। আমরা এয়ার টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিং, প্রিমিয়াম সহায়তা, নিখুঁত ভিসা পরিষেবাসহ সব ধরনের সেবা দিয়ে থাকি। আমরা আমাদের গ্রাহকদেরকে সর্বোচ্চ ও নিরাপদ সেবা দিয়ে থাকি। নিরাপদে ও নিশ্চিন্তে আমাদের প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন। আমরা সৌদিয়া, কাতার এয়ারলাইন্স, এমিরেটস ও টার্কিস এয়ারলাইন্সে বেশির ভাগ টিকিট কেটে থাকি। মদিনায় আমরা দুটি পাঁচ তারকা হোটেল এবং মক্কায় ছয়টি পাঁচ তারকা হোটেলের সাথে প্যাকেজ করে থাকি।
তিনি আরও বলেন, নিউইয়র্ক, নিউজার্সি, কানেক্টিকাট, ফ্লোরিডা থেকে হজযাত্রী গেছেন। আমরা তাদেরকে হজ প্যাকেজে সকল সুবিধা দিয়েছি। আগামী ওমরাহ হজ প্যাকেজ ঘোষণা করেছি। ওমরাহ হজে আমাদের প্রথম গ্রুপ ১৪ জুলাই যাবে। পাঁচ তারকা হোটেল প্যাকেজ। সাত দিনের প্যাকেজ, মূল্য দুই হাজার একশ ডলার। ভিসা, টিকিট, ইন্স্যুরেন্স, ব্রেকফাস্ট ও ট্রান্সপোর্টেশন, গাইড ট্যুরসহ বিভিন্ন সুবিধা। তিনি বলেন, আমরা অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে এটি করে থাকি। আমরা ১০ বছরের বিজনেস ভিসার জন্য ৮০০ ডলার ফি, ১০ বছরের ট্যুরিস্ট ভিসার জন্য ৬০০ ডলার নিয়ে থাকি। বিজনেস ভিসা নিতে সময় লাগে আট দিন আর ট্যুরিস্ট ভিসা নিতে সময় লাগে তিন দিন। ট্যুরিস্ট ভিসা নিয়েও যখন ইচ্ছে ওমরাহ হজ চালু থাকা অবস্থায় করে আসা যাবে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078