বাহরাইনের পর্যটনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:৫৪ , অনলাইন ভার্সন

বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতেমা বিন্ত জাফর আল সাইরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

 

সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠক নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ২২ মে বাংলাদেশর রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতেমা বিন্ত জাফর আল সাইরাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে পর্যটন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। 

এ সময় তারা পর্যটন প্রচার, সাংস্কৃতিক বিনিময়, এবং পর্যটক-বান্ধব নীতিমালা গ্রহণের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

 

 

ঠিকানা/এসআর

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078