
জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেছেন। এনসিপির একটি সূত্র জানিয়েছে, আজ ২২ মে (বৃহস্পতিবার) স্থানীয় সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম।
জানা গেছে, এ সময় তিনি তাদের কোন ধরনের ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একই সঙ্গে সরকারকে আকুণ্ঠ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বত্ব করে বলেন, গণঅভ্যুত্থানের সব শক্তি আপনার সঙ্গে রয়েছে। যেকোন পরিস্থিতিতে সরকারকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি তার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
ঠিকানা/এসআর
জানা গেছে, এ সময় তিনি তাদের কোন ধরনের ভুলত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখার অনুরোধ করেন। একই সঙ্গে সরকারকে আকুণ্ঠ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বত্ব করে বলেন, গণঅভ্যুত্থানের সব শক্তি আপনার সঙ্গে রয়েছে। যেকোন পরিস্থিতিতে সরকারকে সর্বাত্মক সহায়তার পাশাপাশি তার পাশে থাকারও প্রতিশ্রুতি দেন।
এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।
ঠিকানা/এসআর