ইশরাকের শপথ

আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে, রাস্তা থেকে নেতাকর্মীরা সরে যাবেন : মির্জা ফখরুল

প্রকাশ : ২২ মে ২০২৫, ১৫:০৯ , অনলাইন ভার্সন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়াতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মে (বৃহস্পতিবার) উচ্চ আদালতে রায় ঘোষণার পর গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘যখন মেয়র নির্বাচন হয় তখন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জবরদস্তি করে ফলাফল কেড়ে নিয়েছিল। তবে জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’

 

ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আশা করি, মন্ত্রণালয় আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবে এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবে।’

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে.. আশা করা যায় সরকারের সুমতি হবে… তারা ইশরাককে শপথ দেয়ার ব্যবস্থা নেবে। আর তারা (নেতাকর্মী-সমর্থকরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আবারও বলছি, বর্তমানে যে রাজনৈতিক সংকট এই সংকট দূর করার একটিমাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে লাভ নেই।’
 

সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন, তারা রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেগুলো ঘোষণা করবেন। আর যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো সনদের ভেতরে নিয়ে চলমান প্রক্রিয়া হিসেবে রাখবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা কিংবা টানাহেঁচড়া পরিস্থিতিকে জটিল করে তুলবে।’

 

গত ১৪ মে চোখের অস্ত্রোপচারের জন্য বিএনপি মহাসচিব ব্যাংকক যান। পরদিন ব্যাংকক রুটনিন আই হাসপাতালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

ঠিকানা/এএস 

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078