নারী রেমিটেন্স সুবিধাভোগীকে বিনামূল্যে  বিমাসুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৭:৪৭ , অনলাইন ভার্সন
ব্র্যাক ব্যাংক পিএলসি চলতি ২০২৫ সালের মধ্যে দেশের ৫০ হাজার নারী রেমিটেন্স সুবিধাভোগীকে স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রেমিটেন্স সার্ভিসে আরও বেশি সুবিধা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

রেমিটেন্স গ্রাহকদের প্রথমবারের মতো এই ধরনের ইনস্যুরেন্স বেনিফিট দিতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ বিমাসুবিধার আওতায় থাকবে ব্যাংকটির নতুন ব্যাংকিং প্রপোজিশন ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের গ্রাহকরা।

এ চুক্তির আওতায় দেশের রেমিটেন্স সুবিধাভোগী নারীরা বিনামূল্যে ইনস্যুরেন্স বেনিফিট পাবেন। এখানে থাকছে ২ লাখ টাকা পর্যন্ত লাইফ ইনস্যুরেন্স কাভারেজ এবং ৫০ হাজার টাকা পর্যন্ত হেলথ ইনস্যুরেন্স কাভারেজ। ম্যাটারনিটি কেয়ার এবং আউট পেশেন্ট (ওপিডি) ও ইন পেশেন্ট (আইপিডি) মেডিকেল ট্রিটমেন্ট এ কাভারেজের অন্তর্ভুক্ত থাকবে।

দেশের রেমিটেন্স সুবিধাভোগী নারীদের আর্থিক সুবিধার বিষয়টি বিবেচনা করে ব্র্যাক ব্যাংক ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টে বিমাসুবিধা যুক্ত করেছে। ইনস্যুরেন্স সুবিধার সাথে এ অ্যাকাউন্টে থাকছে ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। আর্থিক অন্তর্ভুক্তি ও সঞ্চয়ের অভ্যাসে মানুষকে উদ্বুদ্ধ করতে এখানে রয়েছে মাসিক ইন্টারেস্টপ্রাপ্তিরও সুবিধা। 

বর্তমানে দেশের প্রায় ৬০ হাজার নারী সরাসরি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্স সেবা গ্রহণ করছেন, যা ব্যাংকটির মোট রেমিটেন্স অ্যাকাউন্টের ৩৫%। এই কাস্টমার বেস সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর এবং টাঙ্গাইল মতো রেমিটেন্স-নির্ভর অঞ্চলের গ্রাহকদের নিয়ে।

‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্টের এই ইনস্যুরেন্স সুবিধা প্রবাসীদের তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাতে উৎসাহিত করবে, যা দেশে বৈধ উপায়ে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে ফরেন কারেন্সি রিজার্ভকে আরও সমৃদ্ধ করবে। 

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, “দেশের রেমিটেন্স প্রবাহতে নারীদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের প্রাতিষ্ঠানিক আর্থিক সেবার সাথে যুক্ত করতে ও তাদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই ‘তারা’ প্রবাসী পরিবার প্রপোজিশনটি ডিজাইন করা হয়েছে। রেমিটেন্স সেবায় বিনামূল্যে বিমাসুবিধা সুবিধা যুক্ত করার মাধ্যমে আমরা প্রবাসী পরিবারগুলোকে ক্ষমতায়িত করার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করছি।”

এ অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ রেমিটেন্স গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে বাংলাদেশের রেমিটেন্স-ভিত্তিক অর্থনীটির কেন্দ্রে থাকা নারীদের অবদানকে সম্মান জানাতে এবং তাদের বিভিন্ন আর্থিক সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

ঠিকানা/এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078