নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে জাহাজের সংঘর্ষ, আহত ২২ 

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১১:১৪ , অনলাইন ভার্সন
মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খাওয়ায় অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকান নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 
ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় সাড়া দিয়েছে, তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি। 

নিউইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনও ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।

সংবাদমাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, নিউইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে যে তারা আহতদের সেবায় কাজ করছে।

তারা জানিয়েছে, কতজন আহত হয়েছেন বা আহতরা জাহাজে ছিলেন নাকি সেতুতে ছিলে, সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য মেলেনি।

এনওয়াইসিইএম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতি এখনো পরিষ্কার নয়, বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে ব্রিফ নিয়েছেন বলে সিবিএস জানিয়েছে।

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) মানুষকে অনুরোধ করেছে যেন তারা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যান। তারা এক্স-এ পোস্ট করেছে, এই এলাকাগুলোতে প্রচণ্ড যানজট এবং অনেক জরুরি যানবাহন থাকবে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়াউথেমক নামের জাহাজটিতে ২০০ জনেরও বেশি ক্রু ছিলেন। জাহাজটি নিউইয়র্কে এসেছিল সৌজন্যমূলক সফরে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078