
আওয়ামী লীগের বিচার ও এর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন। সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। ২ মে (শুক্রবার) বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে দলের ঢাকা মহানগর শাখার ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
মঞ্চে উপস্থিত আছেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
সমাবেশে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, আমরা শহীদ ও আহতদের ভাষাকে আমরা জনতার কাছে নিয়ে যেতে চাই। নাগরিক পার্টি বলতে চায় জনতার ওপরে চালানো প্রতিটা বুলেট এর হিসেব হওয়ার পর আওয়ামী লীগ এর প্রসঙ্গ আসবে।
ঠিকানা/এএস
মঞ্চে উপস্থিত আছেন, মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমীন ও যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।
সমাবেশে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেন, আমরা শহীদ ও আহতদের ভাষাকে আমরা জনতার কাছে নিয়ে যেতে চাই। নাগরিক পার্টি বলতে চায় জনতার ওপরে চালানো প্রতিটা বুলেট এর হিসেব হওয়ার পর আওয়ামী লীগ এর প্রসঙ্গ আসবে।
ঠিকানা/এএস