যুক্তরাষ্ট্রে দর্শক ধরে রেখেছে ‘বরবাদ’

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৫৬ , অনলাইন ভার্সন
বাংলাদেশে ব্যাপক সফলতার পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে সাড়া ফেলে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে বরবাদ।
এই তথ্য জানিয়েছেন, পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর। তিনি বলেন, নিউ ইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে দ্বিতীয় সপ্তাহেও বরবাদ প্রদর্শিত হচ্ছে।

বদরুদ্দোজা সাগর বলেন, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে।
তিনি জানান, এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি। এতে করে বাংলা সিনেমার দুর্নাম হয়েছে। বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমাই বক্স অফিস ফ্লপ! কিন্তু ‘বরবাদ’ যেখানে চলছে, সবখানে বেশ ভালো চলছে।
এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বলেন, নাম্বারটা ম্যাটার করে না। ১৫/২০টি থিয়েটারে চললে যদি সবগুলো হাউজফুল যায় সেটিই হবে অত্যন্ত সম্মানের। উদাহরণ দিয়ে তিনি বলেন, নিউ ইউর্কের দুটি নামকরা থিয়েটারে প্রথমদিন থেকে দৈনিক ৩টি শো করে ৩টিই হাউজফুল যাচ্ছে। শাকিব খানের সিনেমার এত এত দর্শক নর্থ আমেরিকাতে রয়েছে যা দেখে অবাক হয়ে যাই। আসলে ভালো সিনেমা এলে দর্শক দেখে এটা প্রমাণ।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত অভিনীত ‘বরবাদ’ বর্তমানে আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতে চলছে। প্রবাসীরা লুফে নিয়েছে শাকিব অভিনীত এই ছবি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে। ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’ চলবে মালয়েশিয়াতে।

ঠিকানা/এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041