ভারতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ায় গ্রেপ্তার ৭

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৪:১৩ , অনলাইন ভার্সন
ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব এখনও চলছে। এ পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের উত্তরপ্রদেশে ধরপাকড় শুরু হয়েছে।

‘ফ্রি গাজা, ফ্রি ফিলিস্তিন’ লেখা পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেওয়ায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন। ২১ এপ্রিল (সোমবার) টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক ছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র‍্যালি করছে, তখনই মোদি সরকারের এই ধরপাকড় প্রশ্ন তুলছে রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কার্যক্রম চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে।

বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ঘনিষ্ঠ। ফলে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থি যে কোনো কার্যক্রমকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে।

এই ঘটনায় ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078