
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। উদ্বেগ-উৎকণ্ঠার এক দিন শেষে শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের লাহোরে বাছাইপর্বের প্রথম তিন ম্যাচে জয় ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সামান্য বেশি নেট রান রেট বিশ্বকাপে পৌঁছে দিয়েছে টাইগ্রেসদের।
বাংলাদেশের তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটাররা। বিশেষ করে, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার দারুণ করেছেন ব্যাট হাতে। ভালো করার স্বীকৃতিও তারা পেয়ে গেলেন। আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার ও শারমিন। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।
রোববার (২০ এপ্রিল) সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল - পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে।
বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের দুজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে, ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার। ওয়েস্ট ইন্ডিজের তিনজন শেষ ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করা হেইলি ম্যাথুস, অলরাউন্ডার শিনেলে হেনরি ও পেসার আলিয়া অ্যালেইন।
বাছাইপর্বে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তার চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন।
দ্বাদশ খেলোয়াড় রাবেয়া ৬ উইকেট পেয়েছেন। বাংলাদেশের দুই বোলার জান্নাতুল ফেরদৌস (৯) ও ফাহিমা খাতুন (৮) রাবেয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই মূলত নির্বাচিত হয়েছেন রাবেয়া। ওভারপ্রতি ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন এই লেগি।
নারী বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ : হিলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আকতার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়া অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
দ্বাদশ ক্রিকেটার : রাবেয়া খান (বাংলাদেশ)।
ঠিকানা/এনআই
বাংলাদেশের তিন জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ব্যাটাররা। বিশেষ করে, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার দারুণ করেছেন ব্যাট হাতে। ভালো করার স্বীকৃতিও তারা পেয়ে গেলেন। আইসিসি নির্বাচিত বাছাইপর্বের সেরা একাদশে জায়গা পেয়েছেন নিগার ও শারমিন। এ ছাড়া দ্বাদশ খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান।
রোববার (২০ এপ্রিল) সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একাদশে সবচেয়ে বেশি খেলোয়াড় পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তানের। মুনিবা আলী, ফাতিমা সানা, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল - পাকিস্তানের এই চারজন জায়গা পেয়েছেন একাদশে। অধিনায়ক রাখা হয়েছে ফাতিমা সানাকে।
বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ডের দুজন করে খেলোয়াড় আছেন সেরা একাদশে, ক্যাথরিন ব্রাইস ও ক্যাথেরিন ফ্রেজার। ওয়েস্ট ইন্ডিজের তিনজন শেষ ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৭০ রান করা হেইলি ম্যাথুস, অলরাউন্ডার শিনেলে হেনরি ও পেসার আলিয়া অ্যালেইন।
বাছাইপর্বে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার শারমিন তিন ফিফটিতে করেছেন ২৬৬ রান। তার চেয়ে বেশি রান করেছেন শুধু স্কটল্যান্ডের ব্রাইস, ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৯৩। ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ২৪১ রান করে ব্যাটারদের মধ্যে তিনে বাংলাদেশের নিগার। গ্লাভস হাতে ২টি ক্যাচ ও ৩টি স্টাম্পিং করা নিগার সেরা একাদশের উইকেটকিপারের দায়িত্ব পেয়েছেন।
দ্বাদশ খেলোয়াড় রাবেয়া ৬ উইকেট পেয়েছেন। বাংলাদেশের দুই বোলার জান্নাতুল ফেরদৌস (৯) ও ফাহিমা খাতুন (৮) রাবেয়ার চেয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই মূলত নির্বাচিত হয়েছেন রাবেয়া। ওভারপ্রতি ৩.৭২ ইকোনমিতে রান দিয়েছেন এই লেগি।
নারী বিশ্বকাপ বাছাইপর্বের একাদশ : হিলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মুনিবা আলি (পাকিস্তান), শারমিন আকতার (বাংলাদেশ), ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), নিগার সুলতানা (বাংলাদেশ, উইকেটরক্ষক), ফাতিমা সানা (পাকিস্তান, অধিনায়ক), চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ), আলিয়া অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ), ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড), নাশরা সান্ধু (পাকিস্তান), সাদিয়া ইকবাল (পাকিস্তান)।
দ্বাদশ ক্রিকেটার : রাবেয়া খান (বাংলাদেশ)।
ঠিকানা/এনআই