চীন-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৫:১৩ , অনলাইন ভার্সন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। ২০ এপ্রিল (রবিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় উভয়পক্ষই বাণিজ্য, চিকিৎসা, পর্যটন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধির আশ্বাস দেন।
 
পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ইউনান প্রদেশ এবং চট্টগ্রামের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচনসহ বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রতিশ্রুতি দেন।

ঠিকানা/এএস
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041