
ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।
নির্বাচনে সহসভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন। এদিকে পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। আসছে ২২ এপ্রিল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলেছে।
ঠিকানা/এনআই
শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।
নির্বাচনে সহসভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন। এদিকে পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। আসছে ২২ এপ্রিল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলেছে।
ঠিকানা/এনআই