
ছয় দফা দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে আগামীকাল ২০ এপ্রিল (রবিবার) সারাদেশে মহাসমাবেশের ডাক দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৯ এপ্রিল (শনিবার) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এই সময় তারা বলেন, আগামীকাল একযোগে সব জেলায় মহাসমাবেশের ডাক দেওয়া হলো। মহাসমাবেশের মূল লক্ষ্য ৬ দফা দাবিকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা।
এর আগে আজ সারাদেশে পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
এছাড়া ছয় দফা দাবিতে সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার বিকেলে কাফনের কাপড় ও মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। আগের দিন ১৬ এপ্রিল (বুধবার) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর সাত রাস্তা মোড়ের সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ঠিকানা/এএস
এই সময় তারা বলেন, আগামীকাল একযোগে সব জেলায় মহাসমাবেশের ডাক দেওয়া হলো। মহাসমাবেশের মূল লক্ষ্য ৬ দফা দাবিকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা।
এর আগে আজ সারাদেশে পূর্বঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
এছাড়া ছয় দফা দাবিতে সারা দেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘প্ল্যাকার্ড হাতে মানববন্ধন’ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর আগে শুক্রবার বিকেলে কাফনের কাপড় ও মাথায় বেঁধে মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান শিক্ষার্থীরা। আগের দিন ১৬ এপ্রিল (বুধবার) ছয় দফা দাবিতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজধানীর সাত রাস্তা মোড়ের সড়ক অবরোধ করেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ঠিকানা/এএস