
একেকটি বছর যেন জীবনখাতার
একেকটি পাতা
আশি কিংবা নব্বই পাতায় গড়া জীবনখাতা।
আপন প্রচ্ছদের ভেতরে বন্দী জীবন
আরেকটি নতুন পাতা নিয়ে এল ১৪৩২ সন।
একেকটি বছর চলে যাওয়ার অর্থ
জীবনখাতার একেকটি পাতা ছিঁড়ে যাওয়া নয়
বরং জীবনখাতায় একটি পাতা যুক্ত হওয়া।
বাংলা নববর্ষের এই শুভ ক্ষণে
জীবনখাতায় যুক্ত হলো যে নতুন পাতা
তার পুরো পৃষ্ঠাজুড়ে লিখা হোক
সম্ভাবনার নতুন শ্লোক।
শুভ হোক জীবনের এ হালখাতা
সুখ-শান্তিতে ভরে যাক এ নতুন পাতা।
একেকটি পাতা
আশি কিংবা নব্বই পাতায় গড়া জীবনখাতা।
আপন প্রচ্ছদের ভেতরে বন্দী জীবন
আরেকটি নতুন পাতা নিয়ে এল ১৪৩২ সন।
একেকটি বছর চলে যাওয়ার অর্থ
জীবনখাতার একেকটি পাতা ছিঁড়ে যাওয়া নয়
বরং জীবনখাতায় একটি পাতা যুক্ত হওয়া।
বাংলা নববর্ষের এই শুভ ক্ষণে
জীবনখাতায় যুক্ত হলো যে নতুন পাতা
তার পুরো পৃষ্ঠাজুড়ে লিখা হোক
সম্ভাবনার নতুন শ্লোক।
শুভ হোক জীবনের এ হালখাতা
সুখ-শান্তিতে ভরে যাক এ নতুন পাতা।