
দেয়া যেতেই পারে তবে অন্ধ হয়ে নয়!
কতটা যোগ্য নেয়ার, দেখার আছে;
ঠিক নয় ভেবে নেয়ার, সুযোগও নেই।
মর্যাদার বাইরে রাখতে নেই বিশ্বাস
অধিকার নেইÑনিজেকে অসম্মানের।
সহজলভ্য হয়ে যাওয়া অবমূল্যায়নের
ব্যবহারিক তৈজসপত্রের মতোই,
ঘষা-মাজার পুরোটাই হয় প্রয়োজনের;
অন্য সময়ে সেঁটানো উচ্ছিষ্ট খাবারের!
ভালোবাসাও নেই, বিনিময়ের বাইরে।
কতটা যোগ্য নেয়ার, দেখার আছে;
ঠিক নয় ভেবে নেয়ার, সুযোগও নেই।
মর্যাদার বাইরে রাখতে নেই বিশ্বাস
অধিকার নেইÑনিজেকে অসম্মানের।
সহজলভ্য হয়ে যাওয়া অবমূল্যায়নের
ব্যবহারিক তৈজসপত্রের মতোই,
ঘষা-মাজার পুরোটাই হয় প্রয়োজনের;
অন্য সময়ে সেঁটানো উচ্ছিষ্ট খাবারের!
ভালোবাসাও নেই, বিনিময়ের বাইরে।