
আকাশটা আজ নীলে ভরা
ছায়া মেঘের খেলা,
গাছে গাছে হরেক জাতির
মিষ্টি পাখির মেলা।
পুবাল হাওয়ায় ঝরছে পাতা
বৃক্ষ নতুন সাজে,
এ যেন এক দারুণ মায়া
প্রকৃতিরই মাঝে।
ভোর না হতেই আলোর নাচন
বৃক্ষ সবুজ বুকে,
বনের দোয়েল গান গেয়ে যায়
প্রাণটা হাসে সুখে।
প্রকৃতির এই রূপটা দেখে
আশা জাগে মনে,
বসন্ত কি ডাকটা দিল
আকাশ নদী বনে।
ছায়া মেঘের খেলা,
গাছে গাছে হরেক জাতির
মিষ্টি পাখির মেলা।
পুবাল হাওয়ায় ঝরছে পাতা
বৃক্ষ নতুন সাজে,
এ যেন এক দারুণ মায়া
প্রকৃতিরই মাঝে।
ভোর না হতেই আলোর নাচন
বৃক্ষ সবুজ বুকে,
বনের দোয়েল গান গেয়ে যায়
প্রাণটা হাসে সুখে।
প্রকৃতির এই রূপটা দেখে
আশা জাগে মনে,
বসন্ত কি ডাকটা দিল
আকাশ নদী বনে।