
সাগর আকাশ মাটি যার চেনাজানা
আমি তার কাছে কিছু ভালোবাসা চাই
পাইনি বলেই আজো বৃথা খুঁজে যাই
দিনরাত ঘুরেফিরে শুধু দেয় হানা।
কবি নিজে মহারাজ কথা বলে হেসে
পুঁজি তার অন্তহীন নাই আদি অন্ত
ভুখা পেট ছেড়া বস্ত্র কথা বলে সন্ত
শূন্য হাতে ঘরে ফেরে দিবসের শেষে।
মিঠা মুখে স্ত্রীকে বলে ভালে দেব চাঁদ
তারা ফুলে মালা নাও, শুনে সিংহীনাদ
বুক তার কেঁপে ওঠে, শুধু যায় কেশে,
প্রতিবেশী বকে কটু তবু ছবি আঁকে
ভাব যদি মুছে যায়, তাই লিখে রাখে
বুলির আঘাত সহে স্বপ্নে থাকে ভেসে।
আমি তার কাছে কিছু ভালোবাসা চাই
পাইনি বলেই আজো বৃথা খুঁজে যাই
দিনরাত ঘুরেফিরে শুধু দেয় হানা।
কবি নিজে মহারাজ কথা বলে হেসে
পুঁজি তার অন্তহীন নাই আদি অন্ত
ভুখা পেট ছেড়া বস্ত্র কথা বলে সন্ত
শূন্য হাতে ঘরে ফেরে দিবসের শেষে।
মিঠা মুখে স্ত্রীকে বলে ভালে দেব চাঁদ
তারা ফুলে মালা নাও, শুনে সিংহীনাদ
বুক তার কেঁপে ওঠে, শুধু যায় কেশে,
প্রতিবেশী বকে কটু তবু ছবি আঁকে
ভাব যদি মুছে যায়, তাই লিখে রাখে
বুলির আঘাত সহে স্বপ্নে থাকে ভেসে।