
শেষের মাঝেই শুরুর ধ্বনি
নিঃশব্দের ছায়া বীথিকায়!
চৈত্রের বৈরাগী বাতাসে বিষণ্নতার সুর,
ধরণির ললাটে আচমকা বৈশাখী ঝড়ের আলপনা
নতুন ধারাপাতের বিজলি ছড়ায়।
অতীত গ্লানি মুছে বৃষ্টি-ধোয়া ভালোবাসায় নতুন স্বপ্নের দোলায় ভাসে মন।
বৈশাখ তার আগমনী গানে ভুলিয়ে দেয় হারানো শোকের মাতম।
মেঘের উদারতা সবশেষে মুগ্ধতার পূর্ণতা আনে প্রতিটি তৃষ্ণার্ত হৃদয়ে...
নিঃশব্দের ছায়া বীথিকায়!
চৈত্রের বৈরাগী বাতাসে বিষণ্নতার সুর,
ধরণির ললাটে আচমকা বৈশাখী ঝড়ের আলপনা
নতুন ধারাপাতের বিজলি ছড়ায়।
অতীত গ্লানি মুছে বৃষ্টি-ধোয়া ভালোবাসায় নতুন স্বপ্নের দোলায় ভাসে মন।
বৈশাখ তার আগমনী গানে ভুলিয়ে দেয় হারানো শোকের মাতম।
মেঘের উদারতা সবশেষে মুগ্ধতার পূর্ণতা আনে প্রতিটি তৃষ্ণার্ত হৃদয়ে...