
বর্ষবরণে মাতুক বাঙালি
রাখুক চেতনা ঐতিহ্য ধরে,
এর চেয়ে নেই বড় উৎসব
সবাইকে পারে টেনে নিতে ঘরে!
জল ছাড়া নদী বাঁচে না যেমন
কৃষ্টি ছাড়াও বাঁচে না মানুষ,
মানবে না তারা বর্বর যারা
অন্তরে জ্বালে বিভেদি ফানুস!
ঐতিহ্য দেয় শিকড়ের খোঁজ
সংস্কৃতি দেয় চেতনার ডালি,
বাঁধে সবাইকে মিলনে সাম্যে
মুছে দেয় মনে হিংসার কালি।
বর্ষবরণ নয় কারো একা
এটা বাঙালির মিলনের সেতু,
ওরাই মূর্খ মানবে না এটা
নানা সুবিধায় বের করে হেতু!
মঙ্গল শোভাযাত্রাতে আজ
ঘুচে যাক মনে যত বাধা ভেদ,
আসুন সাম্যে দাঁড়াই প্রীতিতে
অন্তরে মুছি মলিনতা খেদ!
রাখুক চেতনা ঐতিহ্য ধরে,
এর চেয়ে নেই বড় উৎসব
সবাইকে পারে টেনে নিতে ঘরে!
জল ছাড়া নদী বাঁচে না যেমন
কৃষ্টি ছাড়াও বাঁচে না মানুষ,
মানবে না তারা বর্বর যারা
অন্তরে জ্বালে বিভেদি ফানুস!
ঐতিহ্য দেয় শিকড়ের খোঁজ
সংস্কৃতি দেয় চেতনার ডালি,
বাঁধে সবাইকে মিলনে সাম্যে
মুছে দেয় মনে হিংসার কালি।
বর্ষবরণ নয় কারো একা
এটা বাঙালির মিলনের সেতু,
ওরাই মূর্খ মানবে না এটা
নানা সুবিধায় বের করে হেতু!
মঙ্গল শোভাযাত্রাতে আজ
ঘুচে যাক মনে যত বাধা ভেদ,
আসুন সাম্যে দাঁড়াই প্রীতিতে
অন্তরে মুছি মলিনতা খেদ!