বীভৎস  বিরহ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৬ , অনলাইন ভার্সন
আনন্দময় জীবনও কখনো কখনো করুণ বেদনায় নিমজ্জিত হয়। বিরহ জ্বালায় কাতর মনে বেজে ওঠে বিষাদের সুর। বিরহের কারণ হতে পারে এক বা একাধিক। তবে সব বিরহের মধ্যেই একটি গভীর মিল হলো সব বিরহের জ্বালাই অনেক কষ্টদায়ক এবং অসহ্য। প্রত্যেক মানুষ এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। বিরহকে একেক ব্যক্তি একেক রূপে প্রকাশ করেন। কেউ কান্নায়, কেউ কবিতায়, কেউ গল্পে, কেউবা গানে। অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ পর্যন্ত এই বিরহ জ্বালা থেকে মুক্তি পাননি। বিরহ দুঃখজনক হতে পারে, তবে মাঝে মাঝে আমাদের অশ্রু, আমাদের যে স্বাধীনতার প্রয়োজন, তার জন্য মূল্য দেয়। প্রেমের আনন্দ থাকে অতি অল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
পৃথিবীতে কেউ কারও নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলতে পারে না। ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার। পরমাণু বোমার চেয়েও শক্তিশালী বোমা হলো মানুষের বুকফাটা কান্না। একটা বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায়, অথচ মানুষের বুকফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না। কারণ জ্ঞানী লোকের কানটা বড় আর জিবটা অনেক ছোট হয়ে থাকে।

পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রত্যেক নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা। এই মঞ্চে প্রবেশপথও আছে আবার বহির্গমন পথও আছে। জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন। আপনার সবচেয়ে অখুশি কাস্টমাররাই আপনার শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় উৎস। অর্থাৎ আপনার অসন্তুষ্ট ক্রেতাদের থেকেই আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। তাদের সকল অভিযোগই হচ্ছে শিক্ষার মূল উৎস। আপনি তাদের ভালোবাসতে পারেন, তাদের ক্ষমা করতে পারেন, তাদের জন্য ভালো জিনিস চাইতেই পারেন... তবে তাদের ছাড়াই এগিয়ে যান।

আপনি তার জন্য কাঁদেন, কারণ আপনি তাকে এখনো ভালোবাসেন। আপনার কান্না দেখে সে হাসে, কারণ সে কখনোই আপনাকে ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছে সব প্রতারণা। জেনে রাখবেন, সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না।
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে, যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে, যা কাউকে বলাও যায় না। আর আমি যখন দুঃখিত হই, তখন আমি দুঃখিত হওয়া বন্ধ করে দিই এবং এর পরিবর্তে দুর্দান্ত হয়ে উঠি। যদিও বুঝি মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীরাই অনুভব করতে পারে। প্রেমের মূত্যু নেই বলেই শোকের মধ্যে প্রেম চিরন্তন হয়ে বেঁচে থাকে।

তোমাকে ছাড়া বেঁচে থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। অসুস্থ লোকের চিন্তাভাবনাও অসুস্থ থাকে। তবে ব্যথা আমাকে আরও শক্তিশালী করে তোলে, ভয় আমাকে অনেক সাহসী করে তোলে, ভগ্নহৃদয় আমাকে অনেক বুদ্ধিমান করে তোলে। তবু সবাইকে ভালোবাসি, আর খুব কম লোকের ওপর ভরসা রাখি, কারও প্রতিই ভুল কিছু করি না।
কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে, তবে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না। মিলন হইতে হয়তো বিরহই ভালো, দেখিব বলিয়া আশা থাকে চিরকাল। ভবিষ্যতে যার কাছ থেকে আপনি সবচেয়ে বড় কষ্টটি পাবেন, আজ সে আপনার সবচেয়ে কাছের কোনো একজন হয়ে থাকতে পারে। সত্যিকারের প্রেমের পথটি কখনো কখনো মসৃণ হয় না। আমি জানি, আমার হৃদয় কখনোই একমত হবে না, তবে আমি নিজেকে বলি, আমি ভালো হয়ে থাকতে চাই।

অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই আমাকে তা কারও সঙ্গে ভাগ করে নিতে হবে। শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে দেয়। কারও জন্য কিছু থেমে না থাকলেও মনে কিছু আক্ষেপ থেকে যায়, যা কোনো দিনও শেষ হয় না, শুধু জীবনভরে কাঁদায়। হয়তো অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। একদিন তারা বুঝতে পারবে যে অযথা পাথরের সঙ্গে খেলা করতে গিয়ে তারা একটি হিরে হারিয়েছিল।

একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে যিনি ফেল করেছিলেন কিন্তু তার বন্ধু সব বিষয়েই পাস করেছিল। এখন ফেল করা ছেলেটা সফল। যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কবির ভাষায় প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না। একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। বিরহ জীবন নিরানন্দ। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই।

যারা অতিরিক্ত ভালোবাসা পায়, তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। যা আছে তা গ্রহণ করুন, যা ছিল না তা ছেড়ে দিন এবং কী ঘটতে যাচ্ছে তার প্রতি বিশ্বাস রাখুন। ভালোবাসা শুধু তাদের জন্যই, যারা ভালোবাসে না। আমি বলব না আমি শতবার হেরেছি, আমি বলব যে আমি হারার একশটি কারণ বের করেছি।
এই শূন্য ঘরে, এই নির্বাসনে কতকাল, আর কতকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেছে ক্যাকটাস। কেউ নেই, কড়া নাড়ার মতো কেউ নেই, শুধু শূন্যতার এই দীর্ঘশ্বাস, এই দীর্ঘ পদধ্বনি। যদি আপনারে নাহি পড়ে মনে ভেবে নিবে সে তো আসিবে না ফিরে। মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায়, যে তাকে খুব বেশি ভালোবাসে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। আমার দোষ আপনি আমাকেই বলবেন। আমি জানি, আমার হৃদয় কখনোই এক হবে না, তবে আমি নিজেকে বলছি আমি ভালো থাকব।

প্রেম কত দিন বাঁচে? যে ছেড়ে যায় তার প্রেম সেদিনই মরে যায় কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায়। আপনার কাজ প্রেমের সন্ধান করা নয়, কেবল আপনি নিজের মধ্যে যেসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন তার সন্ধান করা। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি, তা দিয়ে এক দিনও বেঁচে থাকা সম্ভব নয়। ও আঁখি জল মুছে পিয়া ভুলে যাও আমারে, মনে কে গো রাখে তারে, ঝরে যে ফুল আঁধারে।

বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বেড়ে ওঠে। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। তোমারে যে পেতে চায় তুমি তারে পেতে চেয়ো না, কারণ তুমি যখন হাতটি বাড়াবে তখন সে তার হাতটি সরিয়ে নেবে। আমি সব সময় জানতাম চোখের দিকে ফিরে তাকানো আমাকে হাসিয়ে তুলবে, কিন্তু আমি কখনোই জানতাম না হাসির পেছনে তাকানো আমাকে কাঁদিয়ে তুলবে। আপনার মুখটি সর্বদা রৌদ্রের দিকে রাখুন, তাতে ছায়া আপনার পেছনে পড়বে। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় আহারে।

যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন কোনো লাভ হবে না, কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তো-বা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে যাবে। আসলে এ স্বপ্নই তোমাকে আরও বেশি কষ্ট দেবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। মনে রাখবে, নতুন দিনটির সাথে নতুন শক্তি এবং নতুন বিচার আসবে, যা জীবনের সবকিছু আবার নতুন করে শুরু করে দেবে।

ভুল-বোঝাবুঝির কঠিন পরিস্থিতিকে মানিয়ে নিতে পারলেই সম্পর্কে বিচ্ছেদের শঙ্কা কমে যাবে। সঙ্গী ভালোবাসা যদি ভালো থাকাটাকে কেড়ে নেয়, তবে একাকিত্বে থাকাই ভালো। বিচ্ছেদের পর একটা ছেলে সুন্দর করে তার সংসার গুছিয়ে নিতে পারে, কিন্তু একটা মেয়ে সহজে পারে না। একটি বিবাহবিচ্ছেদ বা বিচ্ছেদ অত্যন্ত বেদনাদায়ক অনুভূতির সৃষ্টি করে। কারণ বিচ্ছেদ সম্পর্কের মধ্যে ক্ষতির প্রতিনিধিত্ব করে, শুধু অংশীদারত্বের নয়, আপনার ভাগ করা স্বপ্ন এবং প্রতিশ্রুতিগুলোও নষ্ট করে।

বিচ্ছেদ একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, যা সম্ভাব্যভাবে বিষণ্নতা, উদ্বেগ এবং চাপের মাত্রা বৃদ্ধির মতো সমস্যার দিকে পরিচালিত করে। বিবাহবিচ্ছেদের পর এই অনুভূতিগুলো স্বাভাবিক, তবে একবারে তাদের সাথে মোকাবিলা করা কঠিন হতে পারে। বিচ্ছেদকে মানসিক স্বাস্থ্যের ব্যাধি এবং মানসিক সুস্থতার ওপর বিরূপ প্রভাবের অন্যতম ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা যায়। বিচ্ছেদের পরে অধিকাংশ মানুষ মানসিক অসুস্থতার শিকার হয়ে অমানবিক জীবনযাপনে বাকি জীবন পার করে। আর হার্ট অ্যাটাক, ক্যান্সারসহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মারা যায়।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078