বিলিয়নিয়ারের সংখ্যা ছাড়াল ৩ হাজার, সেরা দশে রয়েছেন যারা  

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৫, ২১:২৮ , অনলাইন ভার্সন
চলতি বছর বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে। যা গত বছরের চেয়ে ২৪৭ জন বেশি। এই বছর ধনীদের সমষ্টিগতভাবে সম্পদের পরিমাণ ১৬.১ ট্রিলিয়ন ডলার মূল্যের। সম্প্রতি ফোর্বসের ২০২৫ সালের প্রকাশিত বিলিয়নিয়ারদের তালিকায় এ তথ্য জানা গেছে।

তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের দেশ হিসেবে বরাবরের মতো প্রথম স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট বিলিয়নিয়ার রয়েছে ৯০২ জন। আগের বছর এ সংখ্যা ছিল ৮১৩।

দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটিতে মোট ধনীর সংখ্যা ৪৫০ জন্য যা গতবছরের তুলনায় ৪৪ জন বেশি। এ ছাড়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এ তালিকায় তিন নম্বরে রয়েছে। দেশটিতে বিলিয়নিয়ার রয়েছে ২০৫ জন। গত বছর দেশটিতে এ সংখ্যা ছিল ২০০।

দেখে নেয়া যাক ফোর্বসের ২০২৫ সালের প্রকাশিত বিলিয়নিয়ারদের তালিকায় শীর্ষ দশে কারা রয়েছেন এবং তাদের সম্পদের পরিমাণ কেমন—

১. ইলন মাস্ক। বয়স ৫৩ বছর। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। ইলন মাস্ক সাতটি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা। যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই।
 
২. মার্ক জুকারবার্গ। বয়স ৪০। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার। তরুণ উদ্যোক্তা মার্ক জুকারবার্গ ২০০৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করেন।
 
৩. জেফ বেজোস। বয়স ৬১। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ২১৫ বিলিয়ন ডলার। জেফ বেজোস ১৯৯৪ সালে তার সিয়াটল গ্যারেজ থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রতিষ্ঠা করেন।
 
৪. ল্যারি এলিসন। বয়স ৮০। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ১৯২ বিলিয়ন ডলার। ল্যারি এলিসন সফটওয়্যার জায়ান্ট ওরাকলের চেয়ারম্যান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা।
 
৫. বার্নার্ড আর্নল্ট। বয়স ৭৬। দেশ ফ্রান্স। মোট সম্পদের পরিমাণ ১৭৮ বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্ট লুই ভুটন ও সেফোরাসহ ৭৫টি ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ড এলভিএমএইচের মালিক।
 
৬. ওয়ারেন বাফেট। বয়স ৯৪। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার। ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ওয়ারেন বাফেট সর্বকালের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে খ্যাত।
 
৭. ল্যারি পেজ। বয়স ৫২। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ১৪৪ বিলিয়ন ডলার। ল্যারি পেজ ২০১৯ সালে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু বোর্ড সদস্য ও একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে রয়ে গেছেন।
 
৮. সের্গেই ব্রিন। বয়স ৫১। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন ডলার। সের্গেই ব্রিন ২০১৯ সালের ডিসেম্বরে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু এখনও বোর্ড সদস্য এবং একজন নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
 
৯. আমানসিও ওর্তেগা। বয়স ৮৯। দেশ স্পেন। মোট সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার। স্পেনের নাগরিক আমানসিও ওর্তেগা বিশ্বের অন্যতম ধনী পোশাক খুচরা বিক্রেতা।

১০. স্টিভ বলমার। বয়স ৬৯। দেশ যুক্তরাষ্ট্র। মোট সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার। স্টিভ বলমার হলেন মাইক্রোসফটের সাবেক প্রভাবশালী প্রধান নির্বাহী (সিইও) যিনি ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত কোম্পানির নেতৃত্ব দেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041