
যুদ্ধে গেলেন আমার বাবা ফিরবে বলে স্বাধীন দেশে
চাচা আমার যুদ্ধে ছিলেন লাঙল ঠেলে চাষির বেশে!
বাড়ি থেকে পালিয়ে শেষে যুদ্ধে গেলেন বড় মামা
ঘরে মামি নববধূ, তাতেও তাঁহার হয়নি থামা!
রাখাল ছেলে মজিদ মিয়া বাঁশি ছেড়ে অস্ত্র ধরে
স্বাধিকারের স্বপ্ন নিয়ে দেশের তরে যুদ্ধ করে!
খেয়াঘাটের সুজন মাঝি নৌকা ফেলে যুদ্ধে গেল
নেই তো সময় হিসাব কষার হারল কী তাঁর, কীই-বা পেল?
কুমারপাড়ার রাকেশ কাকা যুদ্ধে গেলেন ব্যবসা ফেলে
দেশটা স্বাধীন করেছিলেন তাজা বুকের রক্ত ঢেলে!
গ্রামের চেনা ‘নুন্দু চোরা’ সেও গিয়েছে যুদ্ধমাঠে
দেশপ্রেমের নিখাদ সুরের উজ্জীবনী মন্ত্রপাঠে!
যুদ্ধে ছিলেন ধনী, গরিব, কামার, কুমার, কৃষক জেলে
অস্ত্র হাতে এক কাতারে ভয় কী বাধা পেছন ফেলে!
জীবনবাজির লড়াই ছিল হৃদয় থেকে উৎসারিত
রক্তঋণের স্বাধীন এ দেশ, দেশটা কারো একার না তো!
চাচা আমার যুদ্ধে ছিলেন লাঙল ঠেলে চাষির বেশে!
বাড়ি থেকে পালিয়ে শেষে যুদ্ধে গেলেন বড় মামা
ঘরে মামি নববধূ, তাতেও তাঁহার হয়নি থামা!
রাখাল ছেলে মজিদ মিয়া বাঁশি ছেড়ে অস্ত্র ধরে
স্বাধিকারের স্বপ্ন নিয়ে দেশের তরে যুদ্ধ করে!
খেয়াঘাটের সুজন মাঝি নৌকা ফেলে যুদ্ধে গেল
নেই তো সময় হিসাব কষার হারল কী তাঁর, কীই-বা পেল?
কুমারপাড়ার রাকেশ কাকা যুদ্ধে গেলেন ব্যবসা ফেলে
দেশটা স্বাধীন করেছিলেন তাজা বুকের রক্ত ঢেলে!
গ্রামের চেনা ‘নুন্দু চোরা’ সেও গিয়েছে যুদ্ধমাঠে
দেশপ্রেমের নিখাদ সুরের উজ্জীবনী মন্ত্রপাঠে!
যুদ্ধে ছিলেন ধনী, গরিব, কামার, কুমার, কৃষক জেলে
অস্ত্র হাতে এক কাতারে ভয় কী বাধা পেছন ফেলে!
জীবনবাজির লড়াই ছিল হৃদয় থেকে উৎসারিত
রক্তঋণের স্বাধীন এ দেশ, দেশটা কারো একার না তো!