
শাওয়ালের চাঁদ দেখো
আকাশের বুকে,
ঈদ এল এল বুঝি
সকলের মুখে।
ক্ষয়ে যাবে জীবনের
যত জঞ্জাল,
ভেদাভেদ ভুলে গিয়ে
ঈদ হবে কাল।
সাম্যের গান হবে
প্রাণ মন ভরে,
সুখ হবে ভাগাভাগি
সকলের তরে।
আকাশের বুকে,
ঈদ এল এল বুঝি
সকলের মুখে।
ক্ষয়ে যাবে জীবনের
যত জঞ্জাল,
ভেদাভেদ ভুলে গিয়ে
ঈদ হবে কাল।
সাম্যের গান হবে
প্রাণ মন ভরে,
সুখ হবে ভাগাভাগি
সকলের তরে।