
কক্সবাজার শহরে ‘পাচারের উদ্দেশ্যে’ জড়ো করা নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৩ আগস্ট রাত সাড়ে ৮টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুই পাচারকারীর নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধারকৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানান ওসি। তিনি আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আটজন পুরুষ, ১০ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। এসব শিশুদের বয়স ১ থেকে ৫ বছর। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
ঠিকানা/এম
আটক দুই পাচারকারীর নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও উদ্ধারকৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানান ওসি। তিনি আরও বলেন, উদ্ধারকৃতদের মধ্যে আটজন পুরুষ, ১০ জন নারী ও ১৬ জন শিশু রয়েছে। এসব শিশুদের বয়স ১ থেকে ৫ বছর। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
ঠিকানা/এম