
হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ ২৫ মার্চ (মঙ্গলবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তিন ভেন্যুতে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনায় দোয়ায় অংশ নেন।
ডিপিএলের অষ্টম রাউন্ডের শেষদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। পাশের ৪ নম্বর মাঠে লড়ছে গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আর মিরপুর শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তামিমের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ।
এর আগে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।
আরো ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঠিকানা/এএস
ডিপিএলের অষ্টম রাউন্ডের শেষদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। পাশের ৪ নম্বর মাঠে লড়ছে গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
আর মিরপুর শেরে বাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। তামিমের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ।
এর আগে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি।
আরো ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঠিকানা/এএস