
অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে সেটা এখন নয়। অভিনয় ঠিক কবে ছাড়বেন তা এখনো নিশ্চিত করেননি। বিষয়টি নিয়ে বর্ষা বলেন, পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাই। সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই। আর্দশ মা হতে চাই। আমাদের দায়িত্ব তাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া।
‘আমার হাতে তিনটি ছবি আছে এখন, নেত্রী: দ্য লিডার, মাসুদ রানা, কিল হিম-২ ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করব না,’ বলেন তিনি।
বর্ষা আরও বলেন, ‘তিনটি সিনেমা করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’
২০১০ সালে 'খোঁজ: দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন 'মোস্ট ওয়েলকাম', 'নিঃস্বার্থ ভালোবাসা', 'দিনঃ দ্য ডে', 'কিল হিম'সহ কয়েকটি সিনেমায়।
ঠিকানা/এসআর
‘আমার হাতে তিনটি ছবি আছে এখন, নেত্রী: দ্য লিডার, মাসুদ রানা, কিল হিম-২ ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করব না,’ বলেন তিনি।
বর্ষা আরও বলেন, ‘তিনটি সিনেমা করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’
২০১০ সালে 'খোঁজ: দ্য সার্চ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন 'মোস্ট ওয়েলকাম', 'নিঃস্বার্থ ভালোবাসা', 'দিনঃ দ্য ডে', 'কিল হিম'সহ কয়েকটি সিনেমায়।
ঠিকানা/এসআর