
ধর্ষক আজ ঘরে ঘরে
ধর্ষক বাপ, ভাই
ধর্ষক হতে তোদের যেন
বাঁচার উপায় নাই।
নিষ্পাপ ফুল আছিয়া তুই
ওপারে ভালো থাকিস
হতভাগা তোর সব বোনেদের
নরকে ফেলে গেছিস।
ধর্ষক বাপ, ভাই
ধর্ষক হতে তোদের যেন
বাঁচার উপায় নাই।
নিষ্পাপ ফুল আছিয়া তুই
ওপারে ভালো থাকিস
হতভাগা তোর সব বোনেদের
নরকে ফেলে গেছিস।