
নিসার শুড্ডু : কোনো উৎসব কিংবা উপলক্ষকে ঘিরে কোন পোশাকে নিজেকে অন্যের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা আনে, তা নিয়ে গবেষণার অন্ত নেই। আর এই গুরুদায়িত্বটুকু নির্বিঘ্নে পালন করে যান ফ্যাশন ডিজাইনাররা তাদের মেধা দিয়ে। প্রিয় মুখ ডিজাইনার রুনি তাদেরই একজন।
মেধার নেই কোনো বিকল্প। উদ্দামতা নিয়ে নিজের অবস্থানকে প্রতিনিয়ত আরও সুদৃঢ় করে চলেছেন ফ্যাশন ডিজাইনার রুনি। শুভানুধ্যায়ী ও অনুসারীদের কথা ভেবে তৈরি করেন সময়োপযোগী নতুন ডিজাইনের পোশাক এবং তা ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরেন তার এক্সিবিশনগুলোতে। ফ্যাশন ডিজাইন রুনির নেশা এবং পেশা, চলছে দুটোই সমানতালে তার পথচলায়।
আগামী ২২ মার্চ শনিবার দুপুর দুইটা থেকে রাত ১২টা ও ২৩ মার্চ রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত জ্যামাইকার ‘জাশন’ পার্টি সেন্টারে (১৬৫-২৩ হিলসাইড অ্যাভিনিউ) চলবে রুনির ঈদ এক্সিবিশন। মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার নানা রঙে অনেক যত্ন করে রুনি সাজিয়েছেন তার ডিজাইনকৃত পোশাক নিয়ে এই ঈদ এক্সিবিশন। বিশাল এই আয়োজনে আপনাদের উপস্থিতি খুঁজে না পেলে সার্থকতা আসবে না তার এই পুরো আয়োজন।
নিজের প্রতি আছে আত্মবিশ্বাস, তাই ক্রেতা নিয়ে রুনি বিচলিত নন, তবে তার সুপ্ত বাসনায় দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদের আন্তরিক একাত্মতায় রুনির নান্দনিক পথচলায় অনুপ্রেরণা জোগাবে নিঃসন্দেহে।
মেধার নেই কোনো বিকল্প। উদ্দামতা নিয়ে নিজের অবস্থানকে প্রতিনিয়ত আরও সুদৃঢ় করে চলেছেন ফ্যাশন ডিজাইনার রুনি। শুভানুধ্যায়ী ও অনুসারীদের কথা ভেবে তৈরি করেন সময়োপযোগী নতুন ডিজাইনের পোশাক এবং তা ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরেন তার এক্সিবিশনগুলোতে। ফ্যাশন ডিজাইন রুনির নেশা এবং পেশা, চলছে দুটোই সমানতালে তার পথচলায়।
আগামী ২২ মার্চ শনিবার দুপুর দুইটা থেকে রাত ১২টা ও ২৩ মার্চ রোববার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত জ্যামাইকার ‘জাশন’ পার্টি সেন্টারে (১৬৫-২৩ হিলসাইড অ্যাভিনিউ) চলবে রুনির ঈদ এক্সিবিশন। মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার নানা রঙে অনেক যত্ন করে রুনি সাজিয়েছেন তার ডিজাইনকৃত পোশাক নিয়ে এই ঈদ এক্সিবিশন। বিশাল এই আয়োজনে আপনাদের উপস্থিতি খুঁজে না পেলে সার্থকতা আসবে না তার এই পুরো আয়োজন।
নিজের প্রতি আছে আত্মবিশ্বাস, তাই ক্রেতা নিয়ে রুনি বিচলিত নন, তবে তার সুপ্ত বাসনায় দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদের আন্তরিক একাত্মতায় রুনির নান্দনিক পথচলায় অনুপ্রেরণা জোগাবে নিঃসন্দেহে।