প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা খোলামেলাভাবে তার মনের কথা জানিয়েছেন। পুরুষদের প্রতিও তিনি যে সমান আকর্ষণ বোধ করতেন তা জানিয়েছেন নিজের লেখা একটি চিঠিতে।
দ্য পোস্ট দ্বারা প্রাপ্ত ওবামার ১৯৮২ সালের ওই চিঠিতে তিনি লিখেছেন- 'আমি প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়'। ওবামার জীবনীকার ডেভিড গ্যারো এক সময়ের কমান্ডার-ইন-চীফ সম্পর্কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাক্তন বান্ধবীকে ওবামার লেখা ৪০ বছরেরও পুরনো চিঠিটির প্রসঙ্গ উত্থাপন করেন।
১৯৮২ সালের ২১ নভেম্বর বান্ধবী অ্যালেক্স ম্যাকনিরকে ওবামা লিখেছিলেন-সমকামিতা সম্পর্কে আমি বিশ্বাস করি এটি বর্তমান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটি প্রয়াস, একটি প্রত্যাখ্যান সম্ভবত পার্থিব জীবনের অন্তহীন প্রহসন চিরস্থায়ী করতে। আমিও প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়। আমার মন অনেকাংশে উভকামী এবং আমি যতক্ষণ না সেইভাবে চিন্তা করতে পারবো, ততক্ষণ জীবনের সেই আকস্মিকতাকে মেনে নিতে পারবো না। কারণ আমি শারীরিকভাবে একজন পুরুষ। ম্যাকনিয়ার, লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজে ওবামার সঙ্গে পড়াশোনা করতেন। উভয়ে সেইসময়ে ডেটিং করতেন।
পুলিৎজার- পুরস্কার বিজয়ী ইতিহাসবিদ গ্যারো তাঁর ‘‘রাইজিং স্টার’’ বইতে ওবামার জীবনের বিশেষ এই দিকটিতে আলোকপাত করেছেন। চিঠিটি বর্তমানে এমরি ইউনিভার্সিটির মালিকানাধীন, এটির ছবি তোলা নিষেধ। তাই গ্যারোর বন্ধু হার্ভে ক্লেহার চিঠির অংশগুলিকে হাতে লিখেছিলেন এবং সেগুলি লেখকের কাছে পাঠিয়েছিলেন।
ক্লেহার চিঠিটির সংশোধিত অংশ পোস্টকে সরবরাহ করেছিলেন। দুই সন্তানের বাবা ওবামা ১৯৯২ সাল থেকে মিশেলকে বিয়ে করেন। গ্যারো মনে করেন তরুণ ওবামার জীবনের এই বিশেষ দিকটির মধ্যে অস্বাভাবিক কিছু নেই।
তিনি ইমেলে জানিয়েছেন -‘‘আমি একজন ইতিহাসবিদ, মনোবিজ্ঞানী নই। কিন্তু আমি মনে করি এটি একটি বিশাল খবর এই জন্যে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যেই যৌন কল্পনা রয়েছে!’’ বিষয়টি নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে চাননি। সূত্র : নিউইয়র্ক পোস্ট
ঠিকানা/এসআর
দ্য পোস্ট দ্বারা প্রাপ্ত ওবামার ১৯৮২ সালের ওই চিঠিতে তিনি লিখেছেন- 'আমি প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়'। ওবামার জীবনীকার ডেভিড গ্যারো এক সময়ের কমান্ডার-ইন-চীফ সম্পর্কে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার সময় প্রাক্তন বান্ধবীকে ওবামার লেখা ৪০ বছরেরও পুরনো চিঠিটির প্রসঙ্গ উত্থাপন করেন।
১৯৮২ সালের ২১ নভেম্বর বান্ধবী অ্যালেক্স ম্যাকনিরকে ওবামা লিখেছিলেন-সমকামিতা সম্পর্কে আমি বিশ্বাস করি এটি বর্তমান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একটি প্রয়াস, একটি প্রত্যাখ্যান সম্ভবত পার্থিব জীবনের অন্তহীন প্রহসন চিরস্থায়ী করতে। আমিও প্রতিদিন পুরুষদের সাথে প্রেম করি, কিন্তু কল্পনায়। আমার মন অনেকাংশে উভকামী এবং আমি যতক্ষণ না সেইভাবে চিন্তা করতে পারবো, ততক্ষণ জীবনের সেই আকস্মিকতাকে মেনে নিতে পারবো না। কারণ আমি শারীরিকভাবে একজন পুরুষ। ম্যাকনিয়ার, লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজে ওবামার সঙ্গে পড়াশোনা করতেন। উভয়ে সেইসময়ে ডেটিং করতেন।
পুলিৎজার- পুরস্কার বিজয়ী ইতিহাসবিদ গ্যারো তাঁর ‘‘রাইজিং স্টার’’ বইতে ওবামার জীবনের বিশেষ এই দিকটিতে আলোকপাত করেছেন। চিঠিটি বর্তমানে এমরি ইউনিভার্সিটির মালিকানাধীন, এটির ছবি তোলা নিষেধ। তাই গ্যারোর বন্ধু হার্ভে ক্লেহার চিঠির অংশগুলিকে হাতে লিখেছিলেন এবং সেগুলি লেখকের কাছে পাঠিয়েছিলেন।
ক্লেহার চিঠিটির সংশোধিত অংশ পোস্টকে সরবরাহ করেছিলেন। দুই সন্তানের বাবা ওবামা ১৯৯২ সাল থেকে মিশেলকে বিয়ে করেন। গ্যারো মনে করেন তরুণ ওবামার জীবনের এই বিশেষ দিকটির মধ্যে অস্বাভাবিক কিছু নেই।
তিনি ইমেলে জানিয়েছেন -‘‘আমি একজন ইতিহাসবিদ, মনোবিজ্ঞানী নই। কিন্তু আমি মনে করি এটি একটি বিশাল খবর এই জন্যে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যেই যৌন কল্পনা রয়েছে!’’ বিষয়টি নিয়ে প্রাক্তন প্রেসিডেন্টের প্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি মন্তব্য করতে চাননি। সূত্র : নিউইয়র্ক পোস্ট
ঠিকানা/এসআর