এ আর রহমান হাসপাতালে  ভর্তি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৩:৫৫ , অনলাইন ভার্সন
ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘পানিশূন্যতার কারণে’ আজ ১৬ মার্চ (রবিবার) সকালে তাকে চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা রহমানের অবস্থা ‘স্থিতিশীল’ বলছেন। এখন তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদলের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, রোজা রাখার কারণে ‘ডিহাইড্রেশন’ (পানি শূন্যতা) হওয়ায় রহমান অসুস্থবোধ করেছিলেন।
শারীরিক পরিস্থিতি আর খারাপ না হলে শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রহমানের মুখপাত্র জানিয়েছেন, তার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তির ‘ভুল খবর ছড়াচ্ছে’। রহমান লন্ডন থেকে গতরাতেই ফিরেছেন, তারপর তার পানি শূন্যতা এবং ঘাড়ে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এক্সে রহমানের শারীরিক অবস্থার কথা শেয়ার করেছেন।
তিনি লিখেছেন, আমি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। তারা বলেছেন রহমান ভালো আছেন। তিনি শিগগিরই হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা।

গেল মাসেই চেন্নাই ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন রহমান। বর্তমানে তিনি ‘তেরে ইশক মে’ সিনেমার সংগীত পরিচালনা করছেন।

গত বছর সবাইকে চমকে দিয়ে ২৯ বছরের সংসার জীবনের ইতি টানার খবর দিয়ে আলোচনায় আসেন রহমান।

১৯৯২ আসলে মনিরত্নমের তামিল ছবি ‘রোজা’ তে সংগীত পরিচালনা করে বলিউডে শোরগোল ফেলে দেন এ আর রহমান। যার জয়রথ ছুটছে আজ অবধি।
এরপর ‘দিল সে’, ‘তাল’, ‘লগান’, ‘স্বদেশ’, ‘রং দে বাসন্তী’ সহ বহু ছবির গান তার সংগীত পরিচালনায় বেঁচে আছে যুগ যুগ ধরে।
হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষার সিনেমার সংগীত আয়োজন করেছেন এ আর রহমান। সেগুলোর মধ্যে ‘মিলিয়ন ডলার আর্ম’ এবং ‘ওয়ান হানড্রেড ফুট জার্নি’ সিনেমা বিখ্যাত হয়। যুক্ত ছিলেন ইরানি সিনেমার কাজেও।
বাংলাদেশের নির্মাতা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমার গানের কাজেও জড়িত হন এই কিংবদন্তী।
কাজের স্বীকৃতিতে বেশ কয়েকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ আর রহমান। জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অস্কার’। এছাড়া বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘গ্র্যামি’ অ্যাওয়ার্ডও যোগ হয় এই সংগীতজ্ঞের মুকুটে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041