
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। শুক্রবার (১৪ মার্চ) টঙ্গীর বাংলাদেশ তামিরুল মিল্লাত মাদ্রাসা অ্যালামনাই ও শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিষ্ঠানে অধ্যয়নকালীন সময়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করা, ইসলামিক-নন ইসলামিক সকল আঙ্গিকের জনগণের জন্য সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজ করবেন। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ছাড়াও আরও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, এনসিপি নেতা মাহবুব আলম ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্ররা।
সংক্ষিপ্ত বক্তব্যের পর দোয়া শেষে সবার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন তথ্য উপদেষ্টা।
ঠিকানা/এনআই
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রতিষ্ঠানে অধ্যয়নকালীন সময়ের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দলমত-নির্বিশেষে সবার জন্য কাজ করা, ইসলামিক-নন ইসলামিক সকল আঙ্গিকের জনগণের জন্য সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজ করবেন। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা ছাড়াও আরও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, এনসিপি নেতা মাহবুব আলম ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্ররা।
সংক্ষিপ্ত বক্তব্যের পর দোয়া শেষে সবার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন তথ্য উপদেষ্টা।
ঠিকানা/এনআই