এক্স-এ আসছে ভিডিও কলিং, নিশ্চিত করলেন সিইও ইয়াকারিনো

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৩, ১১:৫১ , অনলাইন ভার্সন
ভিডিও কলিংসহ নতুন সুবিধাগুলো কোম্পানির গ্রাহক বাড়ানোর চাহিদা পূরণ করবে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।

শীঘ্রই সামাজিক মাধ্যম ‘এক্স’-এ চালু হবে ভিডিও কলের সুবিধা। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির সিইও লিন্ডা ইয়াকারিনো।

“শীঘ্রই আপনারা নিজের ফোন নাম্বার না দিয়েও প্ল্যাটফর্মের যে কোনো ব্যক্তির সঙ্গে ভিডিও কলের সুবিধা পাবেন।” --বৃহস্পতিবার ‘সিএনবিসি’র উপস্থাপিকা সারা আইজেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।

এক্স’কে একটি ‘এভ্রিথিং অ্যাপ’-এ রূপান্তর নিয়ে কথাবার্তা চলছে বেশ কিছুদিন ধরেই। এইসব আলাপ থেকে সেই কাজ এগিয়ে নেওয়ারই ইঙ্গিত মিলছে, যেখানে দীর্ঘ ভিডিও কল থেকে শুরু করে আর্থিক লেনদেন ও গ্রাহক সেবাভিত্তিক কনটেন্ট নির্মাতাও থাকবে।

ঘোষণার আগে এই সপ্তাহে একটি ‘রহস্যময়’ পোস্ট করেন এক্স-এর নকশাবিদ আন্ড্রেয়া কনওয়ে।

“একটু আগে একজনকে এক্স-এ কল দিলাম।” -- ‘বিস্ফোরিত মাথাওয়ালা’ চারটি ইমোজি দেওয়া এক পোস্টে লেখেন তিনি। তবে, ওই সুবিধাটি ভয়েস বা ভিডিও কল কি না, তার কোনো আভাস নেই পোস্টে। শেষ পর্যন্ত বিষয়টি নিশ্চিত করলেন সিইও নিজেই।

নতুন সুবিধাটি কোম্পানির গ্রাহক বাড়ানোর চাহিদা পূরণ করবে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, অ্যাপল ফেইসটাইম’সহ আরও অনেক পরিষেবা এরইমধ্যে রয়েছে ভিডিও চ্যাটিংয়ের জগতে।

তবে কোম্পানিকে নতুন আকার দেওয়ার প্রচেষ্টা চালানো মাস্ক ও ইয়াকারিনোর মূল লক্ষ্য, এর আগে টুইটার নামে পরিচিত সামাজিক মাধ্যমটিতে কেবল ‘টুইট করার’ সুবিধা রাখার বদলে একে বিভিন্ন মিডিয়া, আর্থিক লেনদেন ও যোগাযোগ ব্যবস্থার ‘টাউন স্কয়ারে’ রূপান্তর করা।

“এই রিব্র্যান্ডিং নিয়ে আমাদের ইতিবাচক মনোভাব রাখা উচিৎ। আমরা একে এমন এক বৈশ্বিক টাউন স্কয়ার হিসেবে তৈরি করছি, যেটির চালিকাশক্তি হবে বাক স্বাধীনতা ও যেখানে লোকজন রিয়েল টাইমে একত্র হতে পারে।” --বলেন ইয়াকারিনো।

“আমি বলতে চাই, এখানে ‘রিয়েল টাইমে’ বলতে বোঝানো হয়েছে এক্স-এর প্রাণবন্ত পরিবেশ ও যোগাযোগের বিভিন্ন উপায়কে। এগুলো সবই এখন একক কোনো প্ল্যাটফর্মের ঝামেলাহীন ইন্টারফেইসে দেখা যাবে।”

এর পাশাপাশি, সামাজিক মাধ্যমের অর্থ পরিশোধ ব্যবস্থা নিয়ে কোম্পানির আগের দেওয়া মন্তব্যই পুনরায় ব্যক্ত করেন ইয়াকারিনো।

“অর্থ পরিশোধঃ এটা নিয়ে অনেক কথা হয়েছে।” --বলেন তিনি।

“বন্ধুর সঙ্গে আপনার যেমন আর্থিক লেনদেন হয়, তেমনই হবে আপনার ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে।”

“এই রিব্র্যান্ডিংয়ের পেছনে অনেক কাজ করা হয়েছে। এবং শেস পর্যন্ত টুইটার থেকে মুক্তি মিলছে। এটা এমন মুক্তি, যা আমাদের পুরোনো বেঁধে দেওয়া চিন্তা থেকে বের হওয়ার সুযোগ দেবে।”

“এটা আমাদের একক কোনো প্ল্যাটফর্মে মিলিও হওয়ার, বিনোদনের উপায় বদলে দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেনের সুবিধাও দেবে।”

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041