
বেঁধে রাখা সহজ নয়, যাবেও না কখনো!
থেমে রাখার স্পর্ধা দেখাবে না কেউ
পৃথিবীর কোনো শক্তি নেই ধরে রাখার
বিশাল বিস্তৃত আমার ভাবনার এ পরিধি।
ইচ্ছে হলেই ভাবি, হতে পারে যখন-তখন
ঘুমে ভাবি, জেগে ভাবি, হেঁটে হেঁটে ভাবি
বসে বসে ভাবি, লিমিট নেই ভাবনার;
ছোট্ট পৃথিবীটা হারিয়ে যায় এখানে ডুবে!
আমার ভাবনার আমিই সেরা কারিগর
গভীর সাগরের জল, পাহাড়ের উচ্চতা
অতি তুচ্ছ এখানে, খুঁজে না পাওয়ার;
একেকটি মুহূর্তের অতল গহ্বরের কণা।
অসংখ্য ভাবনার ভুবন সারি সারি সাজানো
পরিত্রাণের নয় জীবন্ত যাপিত জীবনেÑ
নিস্তার নেই বিস্তার রোধে দুরন্ত এই মননে।
থেমে রাখার স্পর্ধা দেখাবে না কেউ
পৃথিবীর কোনো শক্তি নেই ধরে রাখার
বিশাল বিস্তৃত আমার ভাবনার এ পরিধি।
ইচ্ছে হলেই ভাবি, হতে পারে যখন-তখন
ঘুমে ভাবি, জেগে ভাবি, হেঁটে হেঁটে ভাবি
বসে বসে ভাবি, লিমিট নেই ভাবনার;
ছোট্ট পৃথিবীটা হারিয়ে যায় এখানে ডুবে!
আমার ভাবনার আমিই সেরা কারিগর
গভীর সাগরের জল, পাহাড়ের উচ্চতা
অতি তুচ্ছ এখানে, খুঁজে না পাওয়ার;
একেকটি মুহূর্তের অতল গহ্বরের কণা।
অসংখ্য ভাবনার ভুবন সারি সারি সাজানো
পরিত্রাণের নয় জীবন্ত যাপিত জীবনেÑ
নিস্তার নেই বিস্তার রোধে দুরন্ত এই মননে।