
নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে দল গঠন করলেও জাতীয় নাগরিক পার্টি পুরনো বন্দোবস্তের অধীনেই রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। ১১ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এ মন্তব্য করেন তিনি।
ডা. জাহেদ বলেন, নতুন রাজনৈতিক দলটির কর্মকাণ্ড ও বক্তব্যে অনেক কিছু রয়েছে, কেবল নতুন বন্দোবস্তের দেখা পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, এখন নির্বাচন চাইলে তাদের বদমাশ বলা হচ্ছে। কিন্তু তেমন কোনো সংস্কার যে সরকার করতে পারবে না, সাত মাস পর তা পরিষ্কার বোঝা যাচ্ছে। নির্বাচন বিলম্বে করার পেছনে বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপিত টকশোতে অতিথি হিসাবে আরো ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নতুন রাজনৈতিক দল, নির্বাচন ও বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান- সমসাময়িক এমন নানা বিষয়ে কথা বলেন তারা।
বাংলাদেশ এখন স্টেটলেস অবস্থায় চলছে অভিযোগ করে ডা. জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফেসবুকে লাইভ করে গুলশানে বাড়ি ভাঙচুর, থানায় উত্তেজিত জনতার হম্বিতম্বি দেখে মনে হয় না দেশে কোনো সরকার আছে। অন্তর্বর্তী সরকারকে একটি দুর্বল ও ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি।
গোলাম মোর্তোজা বলেন, সরকারের নানান সীমাবদ্ধতা থাকলেও দেশ আগের চেয়ে স্থিতিশীল। তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে ভারত অপরিপক্ক কূটনৈতিক পরিচয় দিয়েছে। বাংলাদেশ বিষয়ে তারা যেন তালগোল পাকিয়ে ফেলেছে।
সম্প্রতি পরাজিত শক্তিকে দমন করা বিষয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট রাজনীতির যে আর উত্থান না ঘটে, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন।
ডা. জাহেদ বলেন, নতুন রাজনৈতিক দলটির কর্মকাণ্ড ও বক্তব্যে অনেক কিছু রয়েছে, কেবল নতুন বন্দোবস্তের দেখা পাওয়া যাচ্ছে না।
তিনি আরো বলেন, এখন নির্বাচন চাইলে তাদের বদমাশ বলা হচ্ছে। কিন্তু তেমন কোনো সংস্কার যে সরকার করতে পারবে না, সাত মাস পর তা পরিষ্কার বোঝা যাচ্ছে। নির্বাচন বিলম্বে করার পেছনে বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপিত টকশোতে অতিথি হিসাবে আরো ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নতুন রাজনৈতিক দল, নির্বাচন ও বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান- সমসাময়িক এমন নানা বিষয়ে কথা বলেন তারা।
বাংলাদেশ এখন স্টেটলেস অবস্থায় চলছে অভিযোগ করে ডা. জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ফেসবুকে লাইভ করে গুলশানে বাড়ি ভাঙচুর, থানায় উত্তেজিত জনতার হম্বিতম্বি দেখে মনে হয় না দেশে কোনো সরকার আছে। অন্তর্বর্তী সরকারকে একটি দুর্বল ও ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি।
গোলাম মোর্তোজা বলেন, সরকারের নানান সীমাবদ্ধতা থাকলেও দেশ আগের চেয়ে স্থিতিশীল। তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে ভারত অপরিপক্ক কূটনৈতিক পরিচয় দিয়েছে। বাংলাদেশ বিষয়ে তারা যেন তালগোল পাকিয়ে ফেলেছে।
সম্প্রতি পরাজিত শক্তিকে দমন করা বিষয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট রাজনীতির যে আর উত্থান না ঘটে, তিনি সেটাই বোঝাতে চেয়েছেন।