কূটনীতিকদের সম্মানে ইফতার

৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও রাজনৈতিক মামলা হয়েছে : মির্জা ফখরুল

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২০:৫২ , অনলাইন ভার্সন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে হাজার হাজার বিএনপি কর্মী নিহত হয়েছেন, হাজার হাজার জোরপূর্বক গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং ৬০ লাখেরও বেশি বিএনপিনেতাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফাঁসানো হয়েছে।
আজ ৬ মার্চ (বৃহস্পতিবার) রাজধনীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল এ কথা বলেন। ইফতার মাহফিলে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে জানা গেছে যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পতনশীল ফ্যাসিস্ট শাসনব্যবস্থা নারী ও ১১৮ শিশুসহ প্রায় এক হাজার ৪০০ জনকে নির্মমভাবে হত্যা করেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির কমপক্ষে ৫২৩ কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। এ ছাড়া গত দেড় দশকে হাজার হাজার বিএনপির কর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী জোরপূর্বক গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং ৬০ লাখেরও বেশি নেতাকর্মীকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফাঁসানো হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পথে গণতন্ত্রে উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইফতার মাহফিলে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, আজ সন্ধ্যায় আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আজ আমরা যখন এই পবিত্র রমজান মাসে, করুণা ও শান্তির মাসে, মিলিত হচ্ছি, তখন আমি আপনাদের সব বন্ধুত্বপূর্ণ দেশ এবং তাদের নাগরিকদের তাদের সমৃদ্ধি ও কল্যাণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

বিএনপির মহাসচিব আরও বলেন, রমজান আমাদের ধৈর্য, ত্যাগ এবং ন্যায়বিচারের নীতিগুলোর কথা মনে করিয়ে দেয়—যা প্রতিটি জাতির মূলে রয়েছে। বাংলাদেশ থেকে ফিলিস্তিন পর্যন্ত, রমজানের আশীর্বাদ বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক। আজ, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদের স্বাধীনভাবে শ্বাস নেওয়ার এবং একসঙ্গে বসার সুযোগ দিয়েছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। যারা স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং বিভিন্ন ধরনের আঘাত সহ্য করেছেন তাদের প্রতি আমি আমার পরম সমবেদনা জানাই।

৫ আগস্ট গণঅভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জুলাই-আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি; এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্য গণতন্ত্রপন্থী দলগুলো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই বিদ্রোহ সমগ্র জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এটি যৌথ স্থিতিস্থাপকতার বিজয় এবং বাংলাদেশি জনগণের অদম্য চেতনার প্রমাণ।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারত্বের মাধ্যমে আমাদের অঞ্চলের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি করে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ। আমরা আরও নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আমরা আশা করি আমাদের বিশ্বব্যাপী বন্ধু এবং অংশীদাররা আমাদের সম্মিলিত বিকাশের জন্য ‘অ-হস্তক্ষেপ’, ‘সার্বভৌমত্ব’ এবং ‘বিরোধের শান্তিপূর্ণ সমাধান’-এর বিশ্বব্যাপী নিয়মগুলোকে সম্মান করবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা এই ইফতার ভাগ করে নেওয়ার সময়, আমাদের ন্যায়বিচার, স্থিতিস্থাপকতা এবং ঐক্যের মূল্যবোধের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের যোগ্য। সামনের পথ স্পষ্ট—একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন।

বিএনপির মহাসচিব আরও বলেন, ঐক্যের এই উদযাপনে আপনার উপস্থিতি এবং অংশগ্রহণের জন্য আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। রমজানের শিক্ষা আমাদের প্রচেষ্টায় পরিচালিত করুক এবং এই পবিত্র মাসের চেতনা সারা বছর ধরে আমাদের কর্মে প্রতিফলিত হোক। আসুন, আমরা সবাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং করুণাময় বিশ্বের জন্য কাজ করি যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে বসবাস করতে পারবে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041