
কোথায় তোমার রাজত্ব?
যেখানে সবুজের কোনো ছায়া নেই।
ওরে বহ্নিশিখা
আর কত দেব যোগ্যতার পরীক্ষা।
আমি আজ ধূলিস্যাতের পথে,
অবশিষ্ট একটু সবুজের ছায়া আছে পড়ে।
আমায় মরুভূমি রেখেছে ঘিরে,
ওরে বহ্নিশিখা-
তোমার রাজত্বে কি আমাকে একটু ঠাঁই দেবে?
চারিদিকে যুদ্ধের দামামা বেজে গেছে,
এবার হবে রক্তের হোলিখেলা!
তোমার মানবতা কি থামাতে পারবে?
ওই দেখো, বাহু ক্ষমতা বারবার হাসছে।
আমার অসমাপ্তের শেষ ভাষা, তুমি কি একবার বুঝবে?
ও আমার বহ্নিশিখা-
আমি ও আমার রাজত্বে
না হয়, কঙ্কালের মতো শেষবিন্দু দিয়ে থাকব পড়ে!
যেখানে সবুজের কোনো ছায়া নেই।
ওরে বহ্নিশিখা
আর কত দেব যোগ্যতার পরীক্ষা।
আমি আজ ধূলিস্যাতের পথে,
অবশিষ্ট একটু সবুজের ছায়া আছে পড়ে।
আমায় মরুভূমি রেখেছে ঘিরে,
ওরে বহ্নিশিখা-
তোমার রাজত্বে কি আমাকে একটু ঠাঁই দেবে?
চারিদিকে যুদ্ধের দামামা বেজে গেছে,
এবার হবে রক্তের হোলিখেলা!
তোমার মানবতা কি থামাতে পারবে?
ওই দেখো, বাহু ক্ষমতা বারবার হাসছে।
আমার অসমাপ্তের শেষ ভাষা, তুমি কি একবার বুঝবে?
ও আমার বহ্নিশিখা-
আমি ও আমার রাজত্বে
না হয়, কঙ্কালের মতো শেষবিন্দু দিয়ে থাকব পড়ে!