
দীর্ঘ ১৫ বছর দেশে যে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। আমাদের সামনে গোটা রাষ্ট্র সংস্কারের বন্ধ তালা খুলে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন। ৪ মার্চ মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে এমন মন্তব্য করেন তিনি।
সেলিম রেজা নিউটন বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে আমাদের সমাজ ও রাষ্ট্র কর্তৃত্ববাদী ঝোঁকের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসন সেই ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে কতগুলো দৃশ্যমান পজেটিভ পরিবর্তন ঘটেছে। মানুষ প্রাণ খুলে সরকারে সমালোচনা করতে পারছে। এই প্রথম মানুষের মধ্যে গোটা রাষ্ট্র তথা কনস্টিটিউশনাল পরিবর্তনের তাগিদ বা উদ্যোগ তৈরি হয়েছে।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন উপস্থাপিত টকশোটিতে অতিথি হিসেবে আরো ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জুলাই অভ্যুত্থানের প্রবণতা, নতুন রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র সংস্কার- সমসাময়িক এমন নানা বিষয়ে কথা বলেন তারা।
সেলিম রেজা নিউটন বলেন, আমাদের জান ও জবানের নিশ্চয়তা ছিল না। সর্বত্র একটা গুমোট ও দমনের পরিবেশ ও পরিস্থিতিরি মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছিলাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে আমরা একধাপ এগিয়েছি। মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে। সর্বত্র রাষ্ট্র সংস্কারের আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের রাজনীতির একটা বিরাট গুণগত পরিবর্তন।
তিনি বলেন, এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের সৃষ্টি হলো তার কাছে অনেক প্রত্যাশা। কিন্তু দীর্ঘদিনের কর্তৃত্ববাদী রাষ্ট্র তো ছয় মাসে পরিবর্তন হবে না। তবে আমি বলবো, আমাদের রাষ্ট্র সংস্কারের বন্ধ তালা খুলে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম একটা ব্যালানস্ড সরকার হয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বর্তমান সরকার ও নতুন রাজনৈতিক দলের কর্মপন্থার গঠনমূলক সমালোচনা করে বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণচেতনার উত্তরণ ঘটেছে।
-
ঠিকানা/শই
সেলিম রেজা নিউটন বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে আমাদের সমাজ ও রাষ্ট্র কর্তৃত্ববাদী ঝোঁকের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের শাসন সেই ফ্যাসিবাদের প্রতীক হয়ে উঠেছিল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশে কতগুলো দৃশ্যমান পজেটিভ পরিবর্তন ঘটেছে। মানুষ প্রাণ খুলে সরকারে সমালোচনা করতে পারছে। এই প্রথম মানুষের মধ্যে গোটা রাষ্ট্র তথা কনস্টিটিউশনাল পরিবর্তনের তাগিদ বা উদ্যোগ তৈরি হয়েছে।
ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন উপস্থাপিত টকশোটিতে অতিথি হিসেবে আরো ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জুলাই অভ্যুত্থানের প্রবণতা, নতুন রাজনৈতিক দল গঠন, রাষ্ট্র সংস্কার- সমসাময়িক এমন নানা বিষয়ে কথা বলেন তারা।
সেলিম রেজা নিউটন বলেন, আমাদের জান ও জবানের নিশ্চয়তা ছিল না। সর্বত্র একটা গুমোট ও দমনের পরিবেশ ও পরিস্থিতিরি মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছিলাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে আমরা একধাপ এগিয়েছি। মানুষ প্রাণ খুলে কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে। সর্বত্র রাষ্ট্র সংস্কারের আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের রাজনীতির একটা বিরাট গুণগত পরিবর্তন।
তিনি বলেন, এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের সৃষ্টি হলো তার কাছে অনেক প্রত্যাশা। কিন্তু দীর্ঘদিনের কর্তৃত্ববাদী রাষ্ট্র তো ছয় মাসে পরিবর্তন হবে না। তবে আমি বলবো, আমাদের রাষ্ট্র সংস্কারের বন্ধ তালা খুলে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম একটা ব্যালানস্ড সরকার হয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বর্তমান সরকার ও নতুন রাজনৈতিক দলের কর্মপন্থার গঠনমূলক সমালোচনা করে বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণচেতনার উত্তরণ ঘটেছে।
-
ঠিকানা/শই