আকতার-নাহিদকে নিয়ে আসিফ  নজরুলের মর্মস্পর্শী স্মৃতিচারণ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৫৫ , অনলাইন ভার্সন
আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। যদিও গতকাল সন্ধ্যার দিকে দলের নাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানানো হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে বহুল প্রত্যাশিত নতুন দলের নাম ও কমিটি ঘোষণা করা হবে। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, গণঅভ্যুত্থান সমর্থনকারী রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে।

দল ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আইন উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। পোস্টের সঙ্গে ওই দাওয়াতপত্রের একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে নতুন দলের সদস্য সচিব আকতার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণ করেছেন তিনি। পাশাপাশি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রসঙ্গও তুলে ধরেছেন আসিফ নজরুল।

ঠিকানার পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 
‘২০২৪ এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ী থেকে ঢাকায় আনিয়ে মাষ্টার্স শেষ করতে রাজী করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোন লক্ষণ নাই তারমধ্যে। 

আমার গাড়ী থামিয়ে সে সালাম দিলো। তারপর বেশ কিছুক্ষন কাঁচুমাচু করে দাঁড়িয়ে রইলো।  আমি বিরক্ত হলাম। আরো বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে!

আমি বললাম: আবার নতুন দল! আর কতোবার মার খেতে চাও তুমি!  
সে মাথা নীচু করে মৃদু হাসতে থাকে। এই অদ্ভূত হাসির কোন মানে খুজে পেলাম না। বেশী কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দু:খ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে! 

বুঝতে আমি-ই পারিনি। নতুন সংগঠন করার কয়েকমাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো।   
আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণঅভূত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাই-এ আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা! 

তারপর নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কতোবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে! 
নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!   

আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভূত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পুরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। 
জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।’

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078