যে মা মানুষ হত্যাকে সমর্থন করে,
আমি তার রক্তমাখা হাতে প্রশ্ন ছুড়ে দিই-
সে কি সন্তান জন্ম দিয়েছে? সে কি মা?
যে নেতা শান্তির নামে বেইমানি করে,
আমি তার মুখোশ খুলে ফেলি।
যে কবির কলমে আগুন ঝরে না,
যে শিল্পী রঙে প্রতিশোধ আঁকে না,
তাদের ছায়ায় আমি দাঁড়াই না।
এই মাটিতে চাই প্রতিরোধের ঝড়,
চাই অন্যায়ের শিকড় উপড়ে ফেলা ধ্বংস।
রক্তে লেখা ইতিহাসের পাতায়
নতুন সূর্যের আলো আসবেই;
ভয়ের অন্ধকার মুছে যাবে।
আমি লড়ব, আমি জ্বলব
যতক্ষণ আকাশে স্বাধীনতার নক্ষত্র না ফোটে।
সব অপশক্তির মৃত্যু চাই,
এই জনপদে হিংস্র জানোয়ারদের ধ্বংস চাই।
আঠারো কোটি মানুষের শান্তির জন্য
চাই শুদ্ধ বাতাস, চাই মুক্ত মাটি।
আমি তবু স্বপ্ন দেখি
এই মাটি একদিন শুদ্ধ হবে,
এই বাতাসে কেউ বিষ ছড়াবে না।
আমি তার রক্তমাখা হাতে প্রশ্ন ছুড়ে দিই-
সে কি সন্তান জন্ম দিয়েছে? সে কি মা?
যে নেতা শান্তির নামে বেইমানি করে,
আমি তার মুখোশ খুলে ফেলি।
যে কবির কলমে আগুন ঝরে না,
যে শিল্পী রঙে প্রতিশোধ আঁকে না,
তাদের ছায়ায় আমি দাঁড়াই না।
এই মাটিতে চাই প্রতিরোধের ঝড়,
চাই অন্যায়ের শিকড় উপড়ে ফেলা ধ্বংস।
রক্তে লেখা ইতিহাসের পাতায়
নতুন সূর্যের আলো আসবেই;
ভয়ের অন্ধকার মুছে যাবে।
আমি লড়ব, আমি জ্বলব
যতক্ষণ আকাশে স্বাধীনতার নক্ষত্র না ফোটে।
সব অপশক্তির মৃত্যু চাই,
এই জনপদে হিংস্র জানোয়ারদের ধ্বংস চাই।
আঠারো কোটি মানুষের শান্তির জন্য
চাই শুদ্ধ বাতাস, চাই মুক্ত মাটি।
আমি তবু স্বপ্ন দেখি
এই মাটি একদিন শুদ্ধ হবে,
এই বাতাসে কেউ বিষ ছড়াবে না।