![](https://thikananews.com/public/postimages/67a3a14fd1764.png)
প্রতিজ্ঞা ভাঙার চেষ্টা করিনি
কিন্তু পারিনি তা ধরে রাখতে
সক্রিয় হয়েছি নিজের ভুলের কাছে
তাঁবেদার এই মন জানান দিয়েছে নিরন্তর
অন্ধ দৃষ্টি কখনো করেনি জীবনীপাত
অসহায় কায়া প্রতিধ্বনিত করেছে বারংবার
বিবেক ছিল কট্টর অপধ্বংসের মাঝে
এক ভুলে উদ্বুদ্ধ হয়েছে আরও একবার সেই পথে চলার
সশরীরে প্রশমিত ভুলের অনাড়ম্বর আতশবাজি
পাপ/পুণ্যের ব্যবধান নিছক মনে হয় গোঁড়ামি
কলুষিত সমাজ যেন নিজের গ্রাস করা শাসন
মেনে চলে
চোখের সামনে ভেসে ওঠে অট্টালিকা পাহাড়সম ভুল
আর কবে খুলবে নয়নতারা
জাগ্রত হবে মনোদ্বার
ধিক্কার দেবে লাঞ্ছিত করবে হৃদয়
ক্ষয়ে ক্ষয়ে পড়বে অব্যক্ত পাপ
নিগাঢ় বিবেক ধরিবে ক্ষীণ আশার প্রদীপ
বহতা নদীর জলে ভাসবে নয়ন পুণ্যতায়
আজ নতুন সূচনা জীবন পদার্পণের
ভুলের পথ অবরুদ্ধ হোক চিরতরে
মন হোক সজাগ নশ্বর পৃথিবীজুড়ে
কিন্তু পারিনি তা ধরে রাখতে
সক্রিয় হয়েছি নিজের ভুলের কাছে
তাঁবেদার এই মন জানান দিয়েছে নিরন্তর
অন্ধ দৃষ্টি কখনো করেনি জীবনীপাত
অসহায় কায়া প্রতিধ্বনিত করেছে বারংবার
বিবেক ছিল কট্টর অপধ্বংসের মাঝে
এক ভুলে উদ্বুদ্ধ হয়েছে আরও একবার সেই পথে চলার
সশরীরে প্রশমিত ভুলের অনাড়ম্বর আতশবাজি
পাপ/পুণ্যের ব্যবধান নিছক মনে হয় গোঁড়ামি
কলুষিত সমাজ যেন নিজের গ্রাস করা শাসন
মেনে চলে
চোখের সামনে ভেসে ওঠে অট্টালিকা পাহাড়সম ভুল
আর কবে খুলবে নয়নতারা
জাগ্রত হবে মনোদ্বার
ধিক্কার দেবে লাঞ্ছিত করবে হৃদয়
ক্ষয়ে ক্ষয়ে পড়বে অব্যক্ত পাপ
নিগাঢ় বিবেক ধরিবে ক্ষীণ আশার প্রদীপ
বহতা নদীর জলে ভাসবে নয়ন পুণ্যতায়
আজ নতুন সূচনা জীবন পদার্পণের
ভুলের পথ অবরুদ্ধ হোক চিরতরে
মন হোক সজাগ নশ্বর পৃথিবীজুড়ে