বইমেলা নয় মেলা বইয়ের হাট,
বই কিনো বই পড়ো জ্ঞানে নাও পাঠ!
ভালো বই মানুষের খুলে দেয় চোখ,
করে মন আলোকিত মুছে জ্বালা শোক।
বই দেয় মনে এনে চেতনার ঘ্রাণ,
পাঠে মনে আসে রুচি জেগে ওঠে প্রাণ!
মহৎ বইকে তুমি করো যদি সাথি,
অজ্ঞতা দূরে যাবে ঘুচে যাবে রাতি।
বন্ধুর মতো বুকে বই রাখো ধরে,
মলিনতা যত আছে ঠিক যাবে সরে।
অন্তরে কালো যাবে জ্ঞানে পাবে মই,
রুচিবোধ শুচি হবে করো তারে সই।
বই কিনে দেউলিয়া হয়নি যে কেউ,
মনের সাগরে বই দিয়ে যায় ঢেউ!
হৃদয় দুয়ারে যদি পেতে চাও রোদ,
বই কিনো বই পড়ো গড়ে তুলো বোধ।
বই কিনো বই পড়ো জ্ঞানে নাও পাঠ!
ভালো বই মানুষের খুলে দেয় চোখ,
করে মন আলোকিত মুছে জ্বালা শোক।
বই দেয় মনে এনে চেতনার ঘ্রাণ,
পাঠে মনে আসে রুচি জেগে ওঠে প্রাণ!
মহৎ বইকে তুমি করো যদি সাথি,
অজ্ঞতা দূরে যাবে ঘুচে যাবে রাতি।
বন্ধুর মতো বুকে বই রাখো ধরে,
মলিনতা যত আছে ঠিক যাবে সরে।
অন্তরে কালো যাবে জ্ঞানে পাবে মই,
রুচিবোধ শুচি হবে করো তারে সই।
বই কিনে দেউলিয়া হয়নি যে কেউ,
মনের সাগরে বই দিয়ে যায় ঢেউ!
হৃদয় দুয়ারে যদি পেতে চাও রোদ,
বই কিনো বই পড়ো গড়ে তুলো বোধ।