কাউকে বুকে ধারণ করা খুব সহজ নয়
তারা ভাবে ছুঁতে পারলেই ভালোবাসা হয়
ভালোবাসার মানে বুকের গভীরে গেঁথে নেওয়া
একবার গেঁথে নিলে সেখানে আর কেউ স্থান পায় না
এ যুগে বুকে কয়েকজনকেই রাখে, ওরা হায়েনা
তাই নয় কি?
ঠিক তাই,
আমি দেখছি
অহরহ শুনছি।
তারা ভাবে ছুঁতে পারলেই ভালোবাসা হয়
ভালোবাসার মানে বুকের গভীরে গেঁথে নেওয়া
একবার গেঁথে নিলে সেখানে আর কেউ স্থান পায় না
এ যুগে বুকে কয়েকজনকেই রাখে, ওরা হায়েনা
তাই নয় কি?
ঠিক তাই,
আমি দেখছি
অহরহ শুনছি।