যৌথ উদ্যোগের ঘোষণা সফটব্যাংক, ওপেনএআইয়ের

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৪ , অনলাইন ভার্সন
জাপান জুড়ে থাকা বিভিন্ন ব্যবসাকে এআই পরিষেবা বিকাশ ও বিক্রির জন্য এক যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন ও চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই।
কোম্পানি দুটির এই পদক্ষেপ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাইরে কর্পোরেট গ্রাহকদের কাছে দ্রুত বেড়ে ওঠা স্টার্টআপের বিভিন্ন টুল বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রচেষ্টার একটি বলে প্রতিবেদনে লিখেছে বাণিজ্য সংবাদের সাইট ব্লুমবার্গ।
সোমবার টোকিওর এক মঞ্চে নিজেদের ৫০-৫০ সহযোগিতার রূপরেখা তুলে ধরেন বিলিয়নেয়ার ও সফটব্যাংক-এর প্রতিষ্ঠাতা মাসায়োশি সন ও ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান।

অটোমেকার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত শিল্পে ওপেনএআইয়ের পণ্য বাজারজাত করতে সফটব্যাংক থেকে এক হাজার কর্মী নিয়োগ পাবেন সফটব্যাংকের টেলিকম শাখা ‘সফটব্যাংক কর্পোরেশনে’র অধীনে পরিচালিত এ উদ্যোগে।

সফটব্যাংক বলেছে, ‘এলওয়াই কর্পোরেশন’ ও ‘পেপে কর্পোরেশন’সহ তাদের গ্রুপের অধীন বিভিন্ন কোম্পানি যৌথভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানির নানা টুল ব্যবহার করবে, যার পরিমাণ হবে বছরে প্রায় তিনশ কোটি ডলার।
ব্লুমবার্গ লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা থেকে শুরু করে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট’সহ ক্রমাগত প্রযুক্তি নেতাদের তালিকায় যোগ দিয়েছে সফটব্যাংক। ভবিষ্যতে এআইয়ের বিকাশ ও ব্যবহারের ভিত্তি তৈরির জন্য কোটি কোটি ডলার ব্যয় করছে জাপানভিত্তিক এই কোম্পানি।

এদিকে, স্বাস্থ্যসেবা ও রোবোটিক্স খাতে এআই সাফল্যের আসন্ন ভবিষ্যতের ছবি তুলে ধরে অল্টম্যান বলেছেন, “বিশ্বের অনেক কম্পিউটের প্রয়োজন হবে। সবচেয়ে বেশি মূল্য পাবে এ অভিযানে সবচেয়ে সামনের সারির সদস্যরা”
এদিকে, সফটব্যাংকের শেয়ার সোমবার বেড়েছে ০.৫ শতাংশ, যা দিনের শুরুতে কোম্পানিটির ক্ষতি পুষিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্লুমবার্গ।

ওপেনএআই, ওরাকল কর্পোরেশন ও আবুধাবিভিত্তিক কোম্পানি ‘এমজিএক্স’-এর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির নির্মাতার জন্য ডেটা সেন্টার ও অবকাঠামো তৈরিতে বহু-বিলিয়ন ডলারের প্রকল্পে কাজ করছে সফটব্যাংক।
আগামী চার বছরে আরও কম্পিউটিং শক্তি তৈরিতে কম করে হলেও ৫০ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে এআই নিয়ে তৈরি অল্টম্যানের ‘স্টারগেট প্রকল্প’টি।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078