বিশ্বকাপের সূচি পরিবর্তনের ব্যাপারটি স্পষ্টই ছিল। অপেক্ষা ছিল বাংলাদেশের সূচিতে প্রভাব পড়ে কি না এ জন্য। তবে আইসিসি নতুন সূচি প্রকাশ করেছে আজ বুধবার। সেখানে দেখা যায়, তিনটি ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে বাংলাদেশের। সব মিলিয়ে ৯ ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত জুলাইয়ে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর একই ভেন্যুতেই পর্দা নামবে।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের কথা কদিন আগেই জানা গেছে। ৯ আগস্ট বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে বাবর আজম-বিরাট কোহলিদের ম্যাচটি। তবে খেলা নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে।
এতে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আফগানদের ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। এখন দিল্লিতে এ দুই দলের লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর। ভারত-পাকিস্তান ম্যাচ এক দিন এগিয়ে আনায় সেদিনের বাংলাদেশের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। এক দিন এগিয়ে চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দিবারাত্রি ম্যাচটি হবে ১৩ অক্টোবর।
হায়দরাবাদে ১২ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি দুই দিন এগিয়ে ১০ অক্টোবর হবে। লখনৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ থেকে এক দিন এগিয়ে ১২ অক্টোবরে নেওয়া হয়েছে।
১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও নতুন সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ হবে দিবা-রাত্রির পরিবর্তে দিনের আলোয়। ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর।
কলকাতা পুলিশের অনুরোধে পরিবর্তন এসেছে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে। ১২ নভেম্বরের পরিবর্তে হবে ১১ নভেম্বর। ভারত-নেদারল্যান্ডস ম্যাচের সূচিতেও বদল এসেছে। ১১ নভেম্বরের বদলে এক দিন পিছিয়ে ওই ম্যাচ বেঙ্গালুরুতে হবে ১২ নভেম্বর।
ঠিকানা/এনআই
গত জুলাইয়ে বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি প্রকাশ করেছিল আইসিসি। যেখানে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ১৯ নভেম্বর একই ভেন্যুতেই পর্দা নামবে।
নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে পরিবর্তনের কথা কদিন আগেই জানা গেছে। ৯ আগস্ট বুধবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে বাবর আজম-বিরাট কোহলিদের ম্যাচটি। তবে খেলা নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে।
এতে বদলে যাচ্ছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আফগানদের ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। এখন দিল্লিতে এ দুই দলের লড়াই মাঠে গড়াবে একদিন পিছিয়ে ১৫ অক্টোবর। ভারত-পাকিস্তান ম্যাচ এক দিন এগিয়ে আনায় সেদিনের বাংলাদেশের ম্যাচের সূচিতে এসেছে পরিবর্তন। এক দিন এগিয়ে চেন্নাইয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দিবারাত্রি ম্যাচটি হবে ১৩ অক্টোবর।
হায়দরাবাদে ১২ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি দুই দিন এগিয়ে ১০ অক্টোবর হবে। লখনৌতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি ১৩ থেকে এক দিন এগিয়ে ১২ অক্টোবরে নেওয়া হয়েছে।
১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও নতুন সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ হবে দিবা-রাত্রির পরিবর্তে দিনের আলোয়। ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর।
কলকাতা পুলিশের অনুরোধে পরিবর্তন এসেছে পাকিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে। ১২ নভেম্বরের পরিবর্তে হবে ১১ নভেম্বর। ভারত-নেদারল্যান্ডস ম্যাচের সূচিতেও বদল এসেছে। ১১ নভেম্বরের বদলে এক দিন পিছিয়ে ওই ম্যাচ বেঙ্গালুরুতে হবে ১২ নভেম্বর।
ঠিকানা/এনআই