সারজিস আলমের স্ত্রী বরগুনার মেয়ে, কোরআনের হাফেজা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৫ , অনলাইন ভার্সন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বর বেশে সারজিসকে সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরতে দেখা যায়। যদিও পাত্রীর নাম-পরিচয় বা ছবি তখনো প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে, সারজিসের শ্বশুরবাড়ি বরগুনা শহরের খাকদন নদীর উত্তরপাড় লাকুরতলায় অবস্হিত। কনের নানাবাড়ি বরগুনা পৌর শহরের ডিকেপি সড়ক এলাকায়।

সারজিসের শ্বশুরের নাম অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার তাগিদে অ্যাডভোকেট লুৎফর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী, কন্যা ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবোর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।

সারজিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই রিসোর্টেই অবস্থান করছেন।

জানা গেছে, এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সারজিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। সব সময়ই পর্দা করে চলেন। এ কারণে স্ত্রীর ছবি সামনে আসেনি।

সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও সমন্বয়ক ছিলেন সারজিস আলম।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041