
অসুস্থ নগরের ক্ষুধার্ত মানুষগুলো
খাবলে খায় কষ্টেসৃষ্টে জমানো রসদ,
অসহায়ের কান্নায় ভারী হয় বাতাস
উন্মাদ কুকুরগুলো ভোজসভায় ব্যস্ত।
পরিবর্তিত সময় স্বপ্নের পাঁজর ভাঙে
তারুণ্যের অহমিকা দুর্ভাগ্যের ফসল,
নীরবে ধ্বংস হচ্ছে সভ্যতার ইমারত
কাগুজের সংস্করণ বিপদের কারণ।
অন্ধকারে আলো নিয়ে আসুক শিশু
কষ্ট জল মুছে দিতে পরবর্তী প্রজন্ম,
হতাশা কাটুক শুদ্ধ মানচিত্রের সূত্রে
অপেক্ষার শেষ নেই তবুও অপেক্ষায়।
খাবলে খায় কষ্টেসৃষ্টে জমানো রসদ,
অসহায়ের কান্নায় ভারী হয় বাতাস
উন্মাদ কুকুরগুলো ভোজসভায় ব্যস্ত।
পরিবর্তিত সময় স্বপ্নের পাঁজর ভাঙে
তারুণ্যের অহমিকা দুর্ভাগ্যের ফসল,
নীরবে ধ্বংস হচ্ছে সভ্যতার ইমারত
কাগুজের সংস্করণ বিপদের কারণ।
অন্ধকারে আলো নিয়ে আসুক শিশু
কষ্ট জল মুছে দিতে পরবর্তী প্রজন্ম,
হতাশা কাটুক শুদ্ধ মানচিত্রের সূত্রে
অপেক্ষার শেষ নেই তবুও অপেক্ষায়।