শিল্পখাতে রোবট ব্যবহারে লাভ নয়, শুরুতে হয় লোকসান: গবেষণা

প্রকাশ : ০৮ অগাস্ট ২০২৩, ১৪:০৯ , অনলাইন ভার্সন
“রোবট ব্যবহারের সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোকে নতুন উপায় উদ্ভাবন করতে হবে। নয়তো তারা একই জায়গায় ঘুরপাক খাবে।”

দিন দিন ইন্ডাস্ট্রিয়াল রোবটের চাহিদা বাড়ছে, কিন্তু এর সুফল তুলতে দীর্ঘ সময় লাগে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়। 

রোবট ব্যবহার করলে, মুনাফার খাতা খোলার আগে শুরুতে সাধারণত লোকসান গুনতে হয় বলে জানিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটির করা এক গবেষণা। ইউরোপিয়ান ইউনিয়নের ২৫টি দেশে ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ডেটা বিশ্লেষণ করে তারা দেখান রোবটনির্ভরতা যখন স্বল্পমাত্রায় হয় তখন তা মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলে। তবে মাত্রা বাড়ানো হলে অটোমেশন মুনাফায় ইতিবাচক ভুমিকা রাখতে শুরু করে।

এই ইউ-শেইপ ইফেক্ট বা রূপান্তর প্রভাব নির্ভর করে অটোমেশন বৃদ্ধির ওপর। প্রথমে কোম্পানিগুলো উৎপাদন প্রক্রিয়ায় ভারী এবং শ্রমসাধ্য কাজে রোবট ব্যবহার করে।

কিন্তু যখন অটোমেশন বাড়ে এবং সম্পূর্ণভাবে রোবট প্রয়োগ করা হয়, কোম্পানির মনযোগ তখন পণ্য উদ্ভাবনের দিকে সরে যায়।

“শুরুতে, কোম্পানিগুলো উৎপাদন ব্যয় কমিয়ে আনা ও প্রতিযোগিতা তৈরির জন্য রোবট ব্যবহার করে।” -- বলেছেন কেমব্রিজের ইনস্টিটিউট ফর  ম্যানুফ্যাকচারিংয়ের অধ্যাপক শানদার ভেলু।

কিন্তু প্রচলিত কোনো উদ্ভাবন অনুসরণ করা সস্তা, তাই প্রতিযোগীরাও উৎপাদনে রোবট ব্যবহার শুরু করে, এতে করে তাদের পণ্যের উৎপাদন মূল্য হয় আরও সস্তা। ফলে, লাভের আকার কমতে শুরু করে।

কম্পিউটার আগমণের পর তার প্রভাব থেকে অণুপ্রাণিত হয়েই ভেলু তার গবেষণা শুরু করেন।  ১৯৭০ এবং ১৯৮০’র দশকে যখন প্রথম কর্মক্ষেত্রে কম্পিউটার প্রবেশ করে তখন শুরুতে উৎপাদনশীলতা কমে গিয়েছিল, পরে আবার তা বৃদ্ধি পায়। রোবটও একই রকম প্রভাব ফেলেছে কিনা তা জানতে গবেষণাটি চালান ভেলু।

দলটি প্রথমে যেখানে শিল্পোৎপাদনে অহরহই রোবট ব্যবহার করা হয় এমন পর্যায়ের ডেটা বিশ্লেষণ করেন। তার পর তারা আন্তর্জাতিক রোবটিক্স ফেডারেশনের (আইএফআর) ডেটা পর্যবেক্ষণ করেন।

দুটো ডেটাসেটের মধ্যে তুলনা করে তারা মুনাফার ওপর রোবটের প্রভাব নির্ণয় করেন।

“আমরা দেখেছি কোনো ব্যবসায় রোবট প্রয়োগ করা সহজ নয় –উৎপাদন বাড়াতে এবং প্রক্রিয়াকে সয়ংক্রিয় করতে প্রচুর অর্থ ব্যয় হয়।” বলেছেন বিশ্লেষণটির সহগবেষক ড. ফিলিপ শেন।

শিল্পখাতে যখন অটোমেশন বাড়ছে এমন সময় এই গবেষণাটি সামনে এলো। সেই ১৯৮০ সাল থেকেই শ্রমসাধ্য এবং পুনরাবৃত্তিমূলক কাজে রোবট ব্যবহার হচ্ছে, যেমন গাড়ি অ্যাসেম্বল করতে। সাম্প্রতিক বছরগুলোয় জটিল ইলেকট্রনিক্স উৎপাদনের মতো সূক্ষ্ম কাজে রোবটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

এই অগ্রগতি আরও নতুন নতুন ব্যবসাকে রোবট কাজে লাগানোয় প্রভাব ফেলেছে। যেসব কোম্পানি সে সম্ভবনাকে কাজে লাগাতে চায়, তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন ভেলু।

“উৎপাদনে যখন আরও বেশি বেশি রোবট আনবেন, তখন এমন একটা পর্যায়ে গিয়ে আপনার পুরো প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হবে।” -তিনি বলেন।

“রোবট ব্যবহারের সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোকে নতুন উপায় উদ্ভাবন করতে হবে। নয়তো তারা একই জায়গায় ঘুরপাক খাবে।”

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041