
একদিন আমি কবি হব
প্রত্যাশায় থাকি
আমার কবিতার প্রতিটি চরণে
তোমায় রাখি।
ভুলে যাইনি কভু তোমাকে
রেখেছি এই আঁখিতে আঁখিতে,
তোমার লাগিয়া শ্রাবণধারা
কোনো দিন আমি পারিনি মুছিতে।
একটু প্রশান্তি পাই এ হৃদয়ে
কবিতার মাঝেই তোমায় পেয়ে।
বাস্তবে কেন তুমি আসো না?
কেন কবিতার মতো
কল্পনায় ভাসো,
কাছে কেন থাকো না।
কত যে ভাবি তোমায়
ভুলে কি গেছ এই আমায়
কাছে এসে হাতটি ধরে
কেন একটুখানি হাসো না।
প্রত্যাশায় থাকি
আমার কবিতার প্রতিটি চরণে
তোমায় রাখি।
ভুলে যাইনি কভু তোমাকে
রেখেছি এই আঁখিতে আঁখিতে,
তোমার লাগিয়া শ্রাবণধারা
কোনো দিন আমি পারিনি মুছিতে।
একটু প্রশান্তি পাই এ হৃদয়ে
কবিতার মাঝেই তোমায় পেয়ে।
বাস্তবে কেন তুমি আসো না?
কেন কবিতার মতো
কল্পনায় ভাসো,
কাছে কেন থাকো না।
কত যে ভাবি তোমায়
ভুলে কি গেছ এই আমায়
কাছে এসে হাতটি ধরে
কেন একটুখানি হাসো না।