শেষ মুহূর্তে যাদের বাঁচাতে বিশেষ ক্ষমতার ব্যবহার করলেন বাইডেন

প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ২১:০৫ , অনলাইন ভার্সন
কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের চার বছরের মেয়াদও শেষ হবে। তাই ট্রাম্পের রোষানল থেকে মিত্রদের বাঁচাতে শেষ মুহূর্তে বিশেষ ক্ষমতার ব্যবহার করলেন বাইডেন।

এনডিটিভির খবর অনুযায়ী, জো বাইডেন ২০ জানুয়ারি (সোমবার) শেষ সময়ে হোয়াইট হাউসে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে সাবেক কোভিড-১৯ উপদেষ্টা অ্যান্থনি ফাউচি এবং অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা” থেকে রক্ষার জন্য আগাম ক্ষমা ঘোষণা করেছেন।

এ ছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সহিংস হামলার তদন্তকারী মার্কিন হাউস কমিটির সদস্য, কর্মী ও সাক্ষীদের জন্যও একই ধরনের ক্ষমা প্রদান করেছেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এই সরকারি কর্মকর্তারা আমাদের জাতির সেবায় সম্মান ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তারা অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার টার্গেট হওয়ার যোগ্য নন। এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি এবং আমি সৎ বিবেক নিয়ে চুপচাপ বসে থাকতে পারি না।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সোমবার, ২০ জানুয়ারি রাত ১১টা) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। ক্ষমতায় আসার আগে থেকেই নিজের রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছেন তিনি। এমনকি কয়েকজনকে ফৌজদারি মামলার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। এদের মধ্যে বাইডেনের আগাম ক্ষমা পাওয়া ব্যক্তিরাও আছেন।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078